ভারতের প্রসিদ্ধ ব্যাঙ্কিং সংস্থা ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
পদের নাম-
শিক্ষাগত যোগ্যতা- সার্টিফাইড অ্যাসোসিয়েট অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকার্স থেকে সার্টিফিকেট কোর্স সহ স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে মেট্রিক্স অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে নিয়োগকৃত প্রার্থীদের।
বয়সসীমা- ০১ জুলাই ২০২৩ তারিখের নিরিখে POST CODE (01-05) আবেদনকারীদের বয়সের উর্দ্ধসীমা হল ৬৩ বছর। POST CODE (06) আবেদনকারীদের বয়সের উর্দ্ধসীমা হল ৬৮ বছর।
চাকরির খবরঃ রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। একটি মুখবন্ধ খামে প্রস্তাবিত আবেদনপত্রের সঙ্গে নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ভরে সংস্থার নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। খামের উপর “Application for Engagement as Specialists on Contractual Basis for Non Resident Business Vertical” কথাটি উল্লেখ করতে হবে।
আবেদন ফি- প্রত্যেক আবেদনকারীকে এককালিন ১০০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং, এনইএফটি, আরটিজিএস-এর মাধ্যমে নীচে উল্লিখিত অ্যাকাউন্টে ফি/ চার্জ প্রদান করতে হবে।
Account Name : Specialists for Non Resident Business Vertical 2023
Account No : 7562818787
Bank & Branch : Indian Bank, Royapettah
Account Type : Current Account
IFSC Code : IDIB000R021
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ
আবেদনপত্রে জমা দেওয়ার ঠিকানা- General Manager (HRM), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014
আবেদনের শেষ তারিখ- ১৪ আগস্ট, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here