চাকরির খবর

ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ, ৩০ আগস্ট পর্যন্ত চলবে আবেদন

Advertisement

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কম বেতনের চাকরির জামানায় ভারতীয় রেল দপ্তর সুযোগ দিচ্ছে মোটা বেতনের চাকরির। ভারতীয় রেল, পূর্ব রেল -এর তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য রইলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- RRC/ER/GDCE/01/2023

পদের নাম- ALP, Technicians, JEs এবং Train Manager
মোট শূন্যপদ- ৬৯৮ টি। [Tech-III(Tele)- ২১ টি, Tech-III(Signal)- ১৭ টি, Tech-III(EMU)- ২০ টি, Tech-III Elect/Train Lighting- ৫ টি, Tech-III Elect/Power- ৩ টি, Tech-III (General)/Elect- ১ টি, Tech-III (Fitter)/ Mech. C&W- ৮ টি, Tech-III(Dsl.)/Mech- ৭ টি, Tech-III/Dsl./Elect- ৪ টি, Tech-III/Fitter/Loco- ১ টি, Assistant Loco Pilot- ৩৯০ টি, Tech-III(Tele)- ৪ টি, Tech-III(Signal)- ৮ টি, JE (Tele)- ৫ টি, JE(Signal)- ৬ টি, JE (Permanent Way)- ১৮ টি, JE (Works)- ১৮ টি, JE(Bridge)- ৬ টি, JE/Elect/TRS- ১৩ টি, JE/Elect/EMU- ৮ টি, JE/Elect/TRD- ১০ টি, JE/Elect/General Service- ৮ টি, JE /Carriage & Wagon- ২ টি, JE/Mech/ (Power)/ Loco- ৬ টি, JE/Diesel Mechanical- ১০ টি, JE/Diesel Electrical- ৭ টি, Train Manager- ৮৩ টি।]

চাকরির খবরঃ ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা- আবেদনে আগ্রহী প্রার্থীরা ভিন্ন ভিন্ন পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ, আইটিআই ট্রেড ডিগ্রী থেকে শুরু করে উচ্চতর যোগ্যতায় নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী আবেদনকারী চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৪২ বছরের মধ্যে। ওবিসি জাতিভুক্ত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছর এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবেন।
মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে মেট্রিক্স লেভেল ২ এবং লেভেল ৬ অনুযায়ী নিয়োগকৃত কর্মীদের মাসিক বেতন প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ আবেদনটি করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ মোবাইল নাম্বার এবং একটি ইমেইল আইডি থাকা আবশ্যক। আবেদন সাবমিট করার পর সম্পূর্ণ আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন আবেদনকারীরা।

নিয়োগ পদ্ধতি- কম্পিউটার বেস্ড টেস্ট (CBT), ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

ভারতীয় রেলে লোকো পাইলট

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ

আবেদনের শেষ তারিখ- ৩০ আগষ্ট, ২০২৩।

ভারতীয় রেলে লোকো পাইলট

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles