মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে একজোট হয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। আন্দোলন, মিছিলের পাশাপাশি মামলা গড়িয়েছে আদালতে। সুপ্রিম কোর্টের তরফে এখনও সুনির্দিষ্ট রায় না আসায় চিন্তার ভাঁজ কর্মীদের কপালে। এহেন পরিস্থিতিতে ডিএ (DA) ইস্যু নিয়ে সুর চড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সম্প্রতি সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে বিধানসভায় ডিএ-এর দাবিতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারি “বকেয়া ডিএ দিতেই হবে রাজ্য সরকারকে।”
কেন্দ্রের সরকারি কর্মীরা যেখানে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেখানে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন ৬ শতাংশ হারে। প্রথম থেকেই সরকারি কর্মীদের বক্তব্য ছিল, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাঁদের। এছাড়া নিয়োগ বৃদ্ধি-সহ বেশ কিছু দাবি তুলে ধরেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেছেন, “রাজ্যের সরকারি কর্মীরা সরকারের দ্বারা অবহেলা ও বঞ্চনার শিকার।” তাঁর বক্তব্য, যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় হারে কর্মীদের ডিএ দিতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি কর্মীদের আর্থিক নিরাপত্তার দিকটি অবশ্যই বিবেচনাধীন বলে উল্লেখ করেছেন তিনি। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর এহেন বক্তব্যের ফলে কিছুটা স্বস্তিতে সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে মামলাকারী সংগঠন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুনঃ জীবিকা দিশারী “খেলা হবে” প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
দীর্ঘদিন ধরে ডিএ মামলায় গতি না আসায় ক্লান্ত হয়ে পড়েছেন সরকারি কর্মীরা। আশা করা যাচ্ছে, নভেম্বর মাসে ডিএ মামলার ফয়সালা হবে। তবে তার আগে হাত গুটিয়ে বসে থাকতে নারাজ কর্মী সংগঠন। সূত্রের খবর, চলতি অগাস্টে সংগ্রামী যৌথ মঞ্চ ‘ভারত ছাড়ো’ আন্দোলনের আলোকে ডিএ আন্দোলনকে চালিত করবে। মিছিলে ‘বাংলা ছাড়ো’ স্লোগান তুলতে পারেন তাঁরা। তবে এ বিষয়ে এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। তার মধ্যে ডিএ ইস্যুতে শুভেন্দু অধিকারীর মন্তব্য নতুন করে আন্দোলনকারীদের উজ্জীবিত করল বলেই মনে করা হচ্ছে।