রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। পঞ্চায়েত ভোট মিটতেই নিয়োগ নিয়ে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে স্থির হয় প্রায় দশ হাজারের কাছাকাছি শূন্যপদ পূরণ করা হবে। গত সপ্তাহের এই বৈঠকে ২৫০০ শূন্যপদে কনস্টেবল, দমকল বিভাগ, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগের নিয়োগ সংক্রান্ত ঘোষণাও এর আগে প্রকাশ পেয়েছিল। সবমিলিয়ে প্রায় ৮,৬০৫টি শূন্যপদে লোক নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে রাজ্যে।
সূত্রের খবর, কেবল ঘোষণা অবধি নয় বরং কর্মী নিয়োগের কাজ শুরু হয়েছে সম্প্রতি। পুলিশ বিভাগ দমকল বিভাগ, প্রশাসনিক কর্মীবর্গ দফতর ও স্বাস্থ্য বিভাগের নিয়োগে বিশেষ তৎপরতা নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের ঘোষণা মাফিক বলা যায়, কনস্টেবল পদে ২৫০০ জন, দমকল বিভাগের বিভিন্ন পদে ৮৬ জন, প্রশাসনিক কর্মীবর্গ দফতরের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৪৪০ জন কর্মী নেওয়া হবে। এছাড়া, স্বাস্থ্য বিভাগের কমিউনিটি হেলথ অফিসার পদে ৫৪৬৮ জন, হাসপাতাল ও সরকারি ক্লিনিকে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১৬০০ জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৬৩৩ জন, ও.টি টেকনিশিয়ান হিসেবে ৫৬৬ জন, ই.সি.জি/ই.ই.জি/ই.এম.জি টেকনিশিয়ান হিসেবে ২৮১ জনকে চাকরি দেওয়া হবে। এছাড়াও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ১৬৪টি পদ ও গাজল হাসপাতালের বিভিন্ন পদে ১১১ জন কর্মী নিয়োগের ঘোষণা হয়েছে।
চাকরির খবরঃ রাজ্যে ২১২৭ শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ
প্রতিটি শূন্যপদ পূরণের ক্ষেত্রে বিশেষভাবে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু হচ্ছে। প্রতিটি পদের নিয়োগে আলাদা যোগ্যতা রেখেছে রাজ্য। পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইতিমধ্যে জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে আবেদন গ্রহণ। আশা করা যাচ্ছে, অতি শীঘ্রই যোগ্য প্রার্থীদের নির্ধারিত শূন্যপদে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ