রাজ্য জুড়ে লাইব্রেরিয়ান পদের নিয়োগ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য। প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে সরকারি লাইব্রেরিগুলিতে। ইতিমধ্যে ঘোষণা হলেও পরীক্ষার তারিখ নিয়ে ধন্দে ছিলেন পরীক্ষার্থীরা। তবে এবার পরীক্ষার্থীদের সংশয় কাটিয়ে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। ইতিমধ্যে জানা যাচ্ছে, অগাস্ট মাসেই আয়োজিত হতে চলেছে লাইব্রেরিয়ান নিয়োগের পরীক্ষা। হাজারের কাছাকাছি শূন্যপদে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।
WB Librarian Exam Date
বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি জানান, পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান পদের নিয়োগ পরীক্ষা হতে চলেছে আগামী ২৭ অগাস্ট ২০২৩, তারিখে। অতএব চলতি মাসের মধ্যেই লাইব্রেরিয়ান পদের নিয়োগ নিয়ে বিশেষ তোড়জোড় শুরু করতে চলেছে রাজ্য। সূত্রের খবর, বিধানসভায় মন্ত্রী দাবি করেছেন, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে দ্রুততার সাথে। তবে, পুজোর পর এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ কবে শুরু হচ্ছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের ফর্ম ফিলাপ
রাজ্য জুড়ে বিভিন্ন গ্রন্থাগার মিলিয়ে মোট ৭৩৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে প্রার্থীদের। ইতিমধ্যে রাজ্যে লাইব্রেরির সংখ্যা ২,৪৪০। এর মধ্যে ১৩টি সরকারি লাইব্রেরি ও ১৯টি শহুরে লাইব্রেরি। বাকি ২২০৯টি গ্রামীণ লাইব্রেরি রয়েছে রাজ্যে। সংশ্লিষ্ট লাইব্রেরিগুলিতে কর্মরত অন্ততঃ চার হাজার জন কর্মী। ফলে আরও কর্মী নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য। প্রসঙ্গত, অনেকদিন ধরেই লাইব্রেরি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য দাবি তুলেছিলেন চাকরিপ্রার্থীরা। তবে সঠিক নিয়োগ কর্মসূচি না গৃহীত হওয়ায় কার্যত হতাশ হচ্ছিলেন তাঁরা। তবে এমতাবস্থায়, নতুন শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণায় মুখে হাসি ফুটেছে তাঁদের।