পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এসেছে দারুণ সুখবর। রাজ্য জুড়ে বিপুল শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ করতে চলেছে সরকার। জেলায় জেলায় বিভিন্ন লাইব্রেরিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। এ সম্পর্কিত ঘোষণাটি আগে প্রকাশ পেলেও পরীক্ষার দিন নিয়ে সংশয়ে ছিলেন প্রার্থীরা। তবে সম্প্রতি লাইব্রেরিয়ান নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে গ্রন্থাগার মন্ত্রী জানিয়েছেন, আগামী ২৭ অগাস্ট, ২০২৩ তারিখে আয়োজিত হতে চলেছে পরীক্ষাটি। এই পরীক্ষায় কি ধরণের প্রশ্ন আসবে আর কোন, কোন বিষয় থেকে আসবে, তা নিয়ে আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
WB Librarian Syllabus
Sl. | Subject | No. of Questions | Total Marks | Type of Questions |
1. | General Knowledge | 20 | 10 | M.C.Q. |
2. | Arithmetic | 10 | 15 | M.C.Q. |
3. | Library & Information Science | 20 | 10 | M.C.Q. |
4. | English | 1 | 3 | Paragraph Writing |
1 | 3 | Translation from Bengali to English | ||
18 | 9 | M.C.Q. on English Grammar & Language | ||
Total | 70 | 50 |
রাজ্যের লাইব্রেরিয়ান নিয়োগ পরীক্ষায় মুলত চারটি বিষয় থেকে প্রশ্ন আসবে। জেনারেল নলেজ,অ্যারিথমেটিক, লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স, এবং ইংরেজি। জেনারেল নলেজ থেকে আসবে মোট কুড়িটি প্রশ্ন। যার পূর্ণমান ১০। এই বিভাগ থেকে মুলত অবজেকটিভ ধর্মী এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। অ্যারিথমেটিক বিষয় থেকে আসবে মোট দশটি প্রশ্ন। যার পূর্ণমান ১৫। এখানেও থাকছে মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্ন। লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স বিভাগ থেকে আসবে মোট ২০টি প্রশ্ন, যার পূর্ণমান ১০। এই বিভাগেও মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। উল্লিখিত তিনটি বিষয় ছাড়াও থাকছে ইংরেজি বিষয়টি। এখান থেকে পরীক্ষায় থাকবে একটি তিন নম্বরের প্যারাগ্রাফ রাইটিং, একটি তিন নম্বরের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন এবং ইংরেজি গ্রামার ও ল্যাঙ্গুয়েজের উপরে ১৮টি মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্ন। যার পূর্ণমান ৯। সবমিলিয়ে পরীক্ষায় থাকছে মোট ৭০টি প্রশ্ন যার মোট নম্বর ৫০। প্রতিটি প্রশ্ন সঠিকভাবে পড়ে উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।
চাকরির খবরঃ প্রকাশিত হল জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি
প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগের পরীক্ষা আয়োজিত হতে চলেছে। এই নিয়োগ নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্য সরকার। গন্থাগার মন্ত্রী জানিয়েছেন, মোট ৭৩৭টি শূন্যপদে নিয়োগ করা হবে প্রার্থীদের। নিয়োগ কর্মসূচি দ্রুত সারতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে পুজোর পরে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া।