WBP Jail Warder Form Fill up 2023: কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) -এর তরফে ঘোষণা করা হয়েছিল ওয়ার্ডার ও লেডি ওয়ার্ডার নিয়োগ করতে চলেছে রাজ্য। সর্বমোট ১৩০ টি শূন্যপদে নিয়োগ করা হবে প্রার্থীদের। বোর্ডের তরফে জানানো হয়, ৬ অগাস্ট রবিবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং এটি চলবে আগামী ২৬ অগাস্ট পর্যন্ত। অনলাইনে বোর্ডের ওয়েবসাইট মারফত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। কথামতো এদিন ৬ অগাস্ট অ্যাপ্লিকেশন শুরু করেছে রাজ্য।
WBP Jail Warder Form Fill up 2023
কীভাবে আবেদন করবেন দেখে নিন-
১) প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www://wbpolice.gov.in)-এ যেতে হবে।
২) এরপর ‘WBP Jail Warder Recruitment 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর ‘Apply Online’-এ ক্লিক করতে হবে।
৪) সাইন আপ বা লগ ইন করতে হবে।
৫) জেল পুলিশ নিয়োগের অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
৬) অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।
৭) সাবমিটের পর অবশ্যই একটি কপি নিজের কাছে রেখে দেবেন।
WBP Jail Warder Syllabus Download
প্রসঙ্গত, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করা প্রার্থীরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন জানাতে পারবেন। উচ্চ শিক্ষিতদেরও আবেদন জানানোর সুযোগ রয়েছে। তবে, প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। শারীরিক মাপজোকের দিকেও বেশ কিছু মাপকাঠি রেখেছে বোর্ড। মোট ১৩০ টি শূন্যপদের মধ্যে ১০০টি পদে পুরুষ ও ৩০টি পদে মহিলা প্রার্থী নিয়োগ করা হবে। অর্থাৎ পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারছেন।
পশ্চিমবঙ্গ পুলিশের জেল ওয়ার্ডার ও ফিমেল ওয়ার্ডার পদে অনলাইনে আবেদন করার জন্য নীচের ‘Apply Now’ বাটনে ক্লিক করুন- 👇👇👇
Apply Now: Click Here