ডিভিসি ভারতের প্রসিদ্ধ একটি বিদ্যুৎ উৎপাদন সংস্থা। প্রায়শই এই সংস্থার তরফে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No.- PLR-MT(T)/BPSCL/GATE-2022/09
পদের নাম- Management Trainees (Technical)
মোট শূন্যপদ- ১৭ টি। (UR- ৯ টি, SC- ২ টি, ST- ১ টি, OBC- ৪ টি, EWS- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- Mechanical Engineering, Electrical Engineering অথবা Instrumentation Engineering এবং Communication Engineering বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে পূর্ণ সময়ের ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- কেন্দ্রীয় বেতন কমিশনের অন্তিম সুপারিশ অনুযায়ী উক্ত পদের বেতন হবে ৫০,০০০/- টাকা থেকে ১,৬০,০০০/- টাকা পর্যন্ত। নির্দিষ্ট সময়ের ট্রেনিংয়ের পর স্থায়ী নিযুক্তির ক্ষেত্রে ৬০,০০০/- টাকা থেকে ১,৮০,০০০/- টাকার পে স্কেলে বেতন প্রদান করা হবে।
বয়সসীমা- আবেদনের অন্তিম তারিখের নিরিখে চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
চাকরির খবরঃ SSC -র মাধ্যমে বিরাট নিয়োগ
আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন জানানোর জন্য www.dvc.gov.in ওয়েবসাইটে গিয়ে Career→ Recruitment→ Recruitment Notices অপশন খুঁজে নিয়ে নির্দেশ অনুযায়ী সঠিক ভাবে আবেদন জানাতে হবে। একজন আবেদনকারী যেকোনো একটি পদের জন্যই আবেদন জানাতে পারবেন।
আবেদন ফি- General, OBC এবং EWS শ্রেণীভুক্ত প্রার্থীদের শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে ৩০০/- টাকা এককালীন আবেদন ফি জমা দিতে হবে। SC, ST, PWD এবং Ex-SM শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি- GATE 2022 পরীক্ষার স্কোরের ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য প্রশিক্ষণে রাখা হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর প্রার্থীদের এক বছরের জন্য প্রবেশন-এ রাখা হবে। এক বছরের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হলে চাকরিপ্রার্থীদের Assistant Manager হিসাবে মনোনীত করা হবে।
আবেদনের শেষ তারিখ- ১৭ আগস্ট, ২০২৩।
চাকরির খবরঃ ওয়েল ইন্ডিয়াতে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Apply Now