অন্যান্য খবর

কেন ডিএ পাচ্ছেন না রাজ্যের সরকারি কর্মীরা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

পশ্চিমবঙ্গে ডিএ বিতর্ক অব্যাহত। মহার্ঘ ভাতা (DA) প্রসঙ্গে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় দিন গুনছেন কর্মীরা। এদিকে সরকার পক্ষের তরফে বারবার নিশানা করা হচ্ছে কেন্দ্রের দিকে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামের সভায় গিয়েও প্রসঙ্গ উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কেন রাজ্য সরকারি কর্মীরা তাঁদের ন্যায্য মহার্ঘ ভাতা পাচ্ছেন না।

“নির্বাচন আসলেই কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করে।” কেন্দ্রকে সরাসরি বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাংলার মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের চাকরি আর রাজ্য সরকারের চাকরির মধ্যে পার্থক্য আছে। সেন্ট্রাল গভর্মেন্ট ও স্টেট গভর্মেন্টের চাকরির পার্থক্য রয়েছে বলেও জানান তিনি। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের হাতে রিজার্ভ ব্যাঙ্ক আছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা মেটাচ্ছে না। এছাড়াও মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রে র তরফে আবাস যোজনার টাকা, পথ প্রকল্পের টাকা এমনকি স্টুডেন্টদের স্কলারশিপের টাকাও এসে পৌছচ্ছে না রাজ্যে। আর এই সকল প্রকল্পের টাকা দিয়েই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ মেটানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল সরকার

অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকার টাকা না পাঠানোর কারণেই রাজ্য সরকারি কর্মীরা তাঁদের প্রাপ্য ডিএ পাচ্ছেন না। অন্যদিকে পুজোর আগেই মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। প্রসঙ্গত, একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধাচরণ করেছেন মুখ্যমন্ত্রী তেমনই রাজ্য সরকারের অন্যায্য আচরণের বিরুদ্ধে পথে নেমেছেন সরকারি কর্মীরা। বিক্ষোভ, আন্দোলন পেরিয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন রাজ্যের ডিএ মামলা। নভেম্বরে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ তাঁদের দিকেই আসবে, এমনটাই মনে করছেন সরকারি কর্মীরা।

কেন ডিএ পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মীরা

Related Articles