পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় আসছে বিরাট বদল। সোমবার মন্ত্রীসভার বৈঠকে রাজ্যের শিক্ষানীতি অনুমোদনের পর থেকেই একের পর এক সিদ্ধান্ত সামনে আসছে। ইতিমধ্যে উচ্চমাধ্যমিক স্তরে সেমিস্টার সিস্টেম চালুর প্রস্তাবনা করেছে রাজ্য। একাদশ শ্রেণী থেকেই চালু হতে চলেছে সেমিস্টার। তবে সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে ইতিমধ্যেই খোলসা করেছে সংসদ সভাপতি। তিনি জানিয়েছেন, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্যবহার হতে চলেছে ওএমআর শিট।
ঠিক কী বলেছেন সংসদ সভাপতি? সূত্রের খবর, সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এবার থেকে বাৎসরিক একটি পরীক্ষার বদলে দুটি সেমিস্টারে ভাগ হবে উচ্চমাধ্যমিক। প্রথম পরীক্ষাটি হবে নভেম্বরে। আর দ্বিতীয় পরীক্ষাটি হবে মার্চ মাসে। নভেম্বরের পরীক্ষাটিতে থাকবে বহু বিকল্প ভিত্তিক এমসিকিউ প্রশ্ন। এই পরীক্ষাটি নেওয়া হবে ওএমআর শিটে। আর মার্চ মাসের পরীক্ষাটিতে থাকবে ছোট ও বড় প্রশ্ন উভয়েই। দুটি পরীক্ষার নম্বর যোগ করে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত নম্বর নির্ধারণ করা হবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে আসতে চলেছে বড়সড় পরিবর্তন
নয়া শিক্ষানীতি অনুসারে ২০২৪ সালের মাধ্যমিক দেওয়া পরীক্ষার্থীরা এই সেমিস্টার-উচ্চমাধ্যমিকের আওতায় পড়বেন। সংসদ সভাপতি জানিয়েছেন, অতি শীঘ্রই সমস্ত নিয়মাবলী অফিসিয়াল বিজ্ঞপ্তির আকারে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে আসছে বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষবারের মতো বার্ষিকভাবে অনুষ্ঠিত হবে। তারপর থেকেই নয়া নিয়মের অন্তর্ভুক্ত হবেন ছাত্রছাত্রীরা। এই সিদ্ধান্ত পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।