বকেয়া ডিএ-এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান আন্দোলন দুশো দিনে গড়াল। বারংবার সরকারের নিকট দাবি জানানো হলেও সে দাবি কর্ণপাত করছে না সরকার। রাজ্য সরকারের তরফে ডিএ বৃদ্ধির কোনোও খবরই আসেনি এখনও। বকেয়া ডিএ-এর প্রসঙ্গ উঠলে কেন্দ্রকে দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমতাবস্থায়, আন্দোলন এগিয়ে যাওয়ার বার্তাকেই আরও সুস্পষ্ট করলেন আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠন। চলতি মাসে তাঁরা নতুন কর্মসূচির পরিকল্পনা করছেন। আগামী তেইশে অগাস্ট বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
সূত্রের খবর, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, আগামী ২৩ অগাস্ট বিধানসভা অভিযান করতে চলেছেন তাঁরা। আর এবার তাঁদের মিছিলে যোগদান করবেন আরও বেশি সংখ্যক সরকারি কর্মী। হাজার হাজার কর্মীকে সংঘবদ্ধ করে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়া মিছাল এগিয়ে চলবে বিধানসভার উদ্দেশ্যে। তিনি বলেন, বিধানসভা অভিযানের উদ্দেশ্যই হল সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত। সেখানে পৌছে তাঁদের আবেদন মুখ্যমন্ত্রীর নিকট তুলে ধরবেন রাজ্যের সরকারি কর্মীরা।
আরও পড়ুনঃ পুজোর পরেই আসছে ডিএ বৃদ্ধির সুখবর
মিছিল প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, তাঁদের এই নয়া কর্মসূচিতে থাকছে না কোনোও রাজনৈতিক রঙ। কোনোও রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানাননি আন্দোলনকারী কর্মীরা। বদলে আরও বেশি সংখ্যক সরকারি কর্মীদের যোগদানের ডাক পাঠানো হবে। পুজোর আগে যাতে সরকারি কর্মীদের মুখ চেয়ে সরকার কোনোও সিদ্ধান্ত নেয় সেই আশাতে বুক বেঁধেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে, সুপ্রিম কোর্টের দরজায় থমকে থাকা ডিএ মামলার রায় শুনতে আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। আশা করা যাচ্ছে, নভেম্বর মাস নাগাদ রাজ্যের ডিএ মামলার শুনানি হতে পারে।