চাকরির খবর

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১৫ হাজার টাকা

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। কিভাবে আবেদন করবেন? বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

রাজ্যে স্বাস্থ্য দপ্তরে সাইকিয়াট্রিক নার্স, কমিউনিটি নার্স, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, চক্ষু সহকারী সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- DH&FW/COB/5196

পদের নাম- Clinical Psychologist
মোট শূন্যপদ- ৬ টি। (UR- ২ টি, SC- ২ টি, ST- ১ টি, OBC A- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রী অথবা অ্যাপ্লাইড সাইকোলজি এবং ক্লিনিক্যাল সাইকোলজি বা মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীদের।
মাসিক বেতন- প্রতিমাসে বেতন ৩০,০০০/- টাকা।
বয়সসীমা- ১ জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ SSC -এর মাধ্যমে গ্রূপ- সি কর্মী নিয়োগ

পদের নাম- Community Nurse
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সাইকিয়াট্রিক নার্সিং-এ এক মাসের প্রশিক্ষণ সহ GNM কোর্স সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ১৫, ০০০/- টাকা।
বয়সসীমা- ১ জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম- Multi Rehabilitation Workers
মোট শূন্যপদ- ৮ টি। ((UR- ৪টি, SC- ১ টি, ST- ১ টি, OBC A- ১ টি, OBC B- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো হাসপাতালে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা সহ ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রী থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ১৮, ০০০/- টাকা।
বয়সসীমা- ১ জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের প্রিন্ট আউট কপি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রের উপর “Application for the post of __________________) for CMOH Office Cooch Behar” কথাটি উল্লেখ করতে হবে। শূন্যস্থানের জায়গায় যে পদের জন্য আবেদন করবেন সেটির নাম লিখতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা- CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar

আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ও SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে “DH&FWS NON NHM MOTHER A/C COOCH BEHAR” ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ- ৪ সেপ্টেম্বর, ২০২৩।

চাকরির খবরঃ ECIL দপ্তরে কর্মী নিয়োগ

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Related Articles