চাকরির খবর

ভারতীয় রেলে ৩ লক্ষ শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত

Advertisement

পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের সকল বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর দিল ভারতীয় রেল। রেলে প্রায় 3 লক্ষ শূন্য পদ রয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। গ্রুপ-সি এবং গ্রুপ-ডি সহ রেলের বিভিন্ন বিভাগে মোট শূন্যপদ রয়েছে 2 লক্ষ 79 হাজার 22 টি। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

ভারতীয় রেলে ৩ লক্ষ শূন্যপদে নিয়োগ

তথ্য অনুযায়ী, উত্তর রেলওয়েতে সবথেকে বেশি শূন্য পদ রয়েছে। উত্তর রেলে মোট শূন্যপদের সংখ্যা 38 হাজার 448 টি। 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত গ্রুপ-সি এবং গ্রুপ-ডি তে শূন্যপদের সংখ্যা 26 হাজার 957 টি। পূর্ব রেলে মোট শূন্যপদের সংখ্যা 26 হাজার 207 টি। দক্ষিণ-পূর্ব রেলে 15 হাজার 469 টি শুন্যপদ রয়েছে। পাশাপাশি রেল মন্ত্রকের আওতায় থাকা কলকাতা মেট্রোতে 769 টি পদ ফাঁকা রয়েছে।

প্রসঙ্গত, 2018 ও 2019 সালে প্রকাশিত প্রায় 2 লক্ষ গ্রুপ-ডি ও গ্রুপ-সি পদে নিয়োগের যে সমস্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল, ইতিমধ্যে তার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অবশিষ্ট শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই ওয়েবসাইটের মাধ্যমে সবার আগে খবর পাবেন।

Related Articles