এয়ার ইন্ডিয়া ভারতের প্রসিদ্ধ বিমান পরিবহন সংস্থা। সম্প্রতি এয়ার ইন্ডিয়াকে টাটা গ্রূপ অধিগ্রহণ করেছে। এয়ার ইন্ডিয়াতে হ্যান্ডিম্যান এবং ইউটিলিটি এজেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।
Employment No.- AIASL/05-03/BOM/353
পদের নাম- Handyman
মোট শূন্যপদ- ৯৭১ টি।
পদের নাম- Utility Agent
মোট শূন্যপদ- ২৭ টি। (পুরুষ- ২০ টি, মহিলা- ৭ টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে চাকরিপ্রার্থীদের। কর্মরত স্থানের স্থানীয় ভাষায় কথা বলার এবং কথা বোঝার দক্ষতা থাকতে হবে।
চাকরির খবরঃ এই মুহূর্তের সেরা ১০টি চাকরির খবর
মাসিক বেতন- নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন ২১,৩৩০/- টাকা বেতন প্রদান করা হবে।
বয়সসীমা- আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি- আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পূরণ করা আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা আবেদন ফি লাগবে। SC, ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। Demand Draft -এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To HRD Department, AI Airport Service Limited, GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri-East, Mumbai- 400099
আবেদনের শেষ তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২৩।
চাকরির খবরঃ ইন্টারভিউর মাধ্যমে রাজ্যে ‘আয়ুষ’ প্রকল্পে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here