চাকরির খবর

WBCS 2021 পরীক্ষার তারিখ প্রকাশিত হলো, কবে থেকে পরীক্ষা দেখুন

Advertisement

রাজ্যজুড়ে চাকরি প্রার্থীদের জন্য সুখবর! পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে কয়েকটি নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি। রাজ্যজুড়ে বহু পরীক্ষার্থীরা এই পরীক্ষাগুলির তারিখ ঘোষণার জন্য অপেক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত এদিন পিএসসি তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। WBCS 2021 Preliminery Exam Date.

প্রকাশিত বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ তিনটি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা গুলি হল যথাক্রমে,

১) West Bengal Civil Service (Exe.) etc. (Main) Examination, 2020: যার বিজ্ঞপ্তি নম্বর- 22/2019, এই পরীক্ষাটি হবে 17th, 18th, 19th & 21st May, 2021 তারিখ।

২) West Bengal Civil Service (Exe.) etc. (Preli.) Examination, 2021: যার বিজ্ঞপ্তি নম্বর- 18/2020, এই পরীক্ষাটি হবে 30th May, 2021 তারিখ।

৩) West Bengal Audit & Accounts Service Recruitment (Preli.) Examination, 2020: যার বিজ্ঞপ্তি নম্বর- 17/2020, এই পরীক্ষাটি হবে 13th June, 2021 তারিখ।

WBCS 2021 পরীক্ষার তারিখ প্রকাশিত হলো

এই পরীক্ষাগুলির এডমিট কার্ড প্রকাশিত হলে আপডেট দেওয়া হবে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।

OFFICIAL NOTICE

Related Articles