অক্টোবর থেকেই শুরু হবে পুজো মরশুম। একের পর এক উৎসব চলবে দেশজুড়ে। আর উৎসব মানেই খরচাপাতি। মূল্যবৃদ্ধির বাজারে যা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে দেশবাসীর জন্য। এই পরিস্থিতিতে আমজনতার মুখ চেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। সূত্রের খবর, ২০২৩-২৪ আর্থিক বছরে ইপিএফ সুদ উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে কেন্দ্র। এই মূহুর্তে সারা দেশে কর্মী প্রভিডেন্ট ফান্ডের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ছয় কোটি। কেন্দ্রের ঘোষণার ফলে উপকৃত হতে পারেন তাঁরা।
সূত্রের খবর, সামনের বছর লোকসভা ভোট। তার আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারে কেন্দ্র। সরকারি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে কর্মী প্রভিডেন্ড ফান্ডের সুদের হার বাড়তে পারে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত। তবে, ইপিএফ গ্রাহকদের বড় অংশ সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে এখনও দ্বিধাগ্রস্ত। তাঁদের দাবি, ২০২২-২৩ অর্থবর্ষের ইপিএফ নতুন হারে সুদের টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি। এরপর নতুন ঘোষণা হলেও সুদের টাকা আদৌ কবে আসবে তা নিয়ে জোরদার প্রশ্ন তুলেছেন তাঁরা। এক তরফের বক্তব্য, সরকারের গালভরা ঘোষণায় মধ্যবিত্তের উপর কোনোও প্রভাব পড়ে না। তাই আর কেবল ঘোষণা নয় বরং কাজে যাতে ফল মেলে তারই দাবি তুলেছেন তাঁরা।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর
যদিও ইপিএফ নয়া সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে মুখ খুলতে চাননি শ্রম মন্ত্রকের কোনো শীর্ষ স্থানীয় অধিকারিক। তাই কবে এ বিষয়ে বক্তব্য রাখা হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাছাড়া আগের টাকা এখনও অ্যাকাউন্টে না আসায় কিঞ্চিত অসন্তুষ্ট জনসাধারণ। তবে, নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের ঘোষণা দেশবাসীর মুখে হাসি ফোটাতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।