অন্যান্য খবর

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার ফ্রী মক টেস্ট, এক্ষুনি যুক্ত হয়ে যান

Food SI Free Mock Test: ফুড সাব-ইন্সপেক্টার পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মক টেস্ট

Advertisement

Food SI Free Mock Test

একগুচ্ছ শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মোট ৪৮০টি শূন্যপদে যোগ্য প্রার্থীরা ফুড এসআই (Food SI) পদে নিয়োগ পাবেন। গত ২৩ অগাস্ট থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশন। রাজ্যের মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ও তাঁর বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। ইতিমধ্যে প্রচুর চাকরিপ্রার্থী ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পদের জন্য আবেদন জানিয়েছেন। যাঁরা এখনও আবেদন জানাননি তাঁরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (wbpsc.gov.in) থেকে সরাসরি আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার ফ্রী মক টেস্ট

রাজ্য সরকারের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় বসার আগে মক টেস্টে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর দ্বারা পরীক্ষার আগে যেমন নিজের প্রস্তুতি সম্পর্কে ধারণা হবে, কোন জায়গায় আরও বেশি মনোযোগ দিতে হবে সে বিষয়ে ধারণা হবে, তেমনই প্রশ্নের প্যাটার্ন ও পরীক্ষার ধরণ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে পরীক্ষার্থীদের। আর সেই কারণেই ‘Exam Bangla’ -এর তরফে সমস্ত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ফুড এস আই মক টেস্টের আয়োজন করা হয়েছে। এই মক টেস্টের বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে যার থেকে আদতে উপকৃত হবেন পরীক্ষার্থীরা। যেমন-

  • ‘Exam Bangla’-এর তরফে আয়োজিত মক টেস্টটি একটি ফুল লেন্থের মক টেস্ট।
  • ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্রের প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন থাকবে মক টেস্টে।
  • মক টেস্টের প্রশ্ন বানানো হবে বিগত বছরের প্রশ্ন দেখে।
  • এক্সাম বাংলার মক টেস্টের প্রশ্নগুলি সেরা কমন যোগ্য প্রশ্ন দিয়ে সাজানো।
  • পরীক্ষায় ঠিক যেভাবে প্রশ্ন আসবে সেভাবেই সাজানো হবে প্রশ্নের বিন্যাস।

আরও পড়ুনঃ রাজ্যে ৩৬ হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

মক টেস্টের সময়সূচি

আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৩ ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের আয়োজন করবে ‘Exam Bangla’। পরীক্ষাটি পরিচালিত হবে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে ঠিক সকাল ১১ টার সময়। ২৪ সেপ্টেম্বর সারাদিন (২৪ ঘন্টা) ধরে ওপেন থাকবে মক টেস্টটি। সংশ্লিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে মক টেস্টে অংশগ্রহণ করতে হবে পরীক্ষার্থী দের। পরীক্ষা শেষ হলে মক টেস্টের ‘অ্যানসার কী’ যথা সময়ের মধ্যে প্রকাশ করা হবে। এ বিষয়ে যাবতীয় আপডেট পেয়ে যাবেন এক্সাম বাংলার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে।

‘মক টেস্টে’ অংশগ্রহণ করবেন কিভাবে?

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার ফ্রী মক টেস্ট

ফুড সাব ইন্সপেক্টর মক টেস্টে অংশগ্রহণ করার জন্য পরীক্ষার্থীদের ‘Exam Bangla’-এর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। সেখান থেকেই পরীক্ষা সম্পর্কিত সমস্ত আপডেট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। নিচে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন করার বটন (লিঙ্ক) দেওয়া হলো। যদি জয়েন করতে কোনোপ্রকার অসুবিধা হয় তাহলে নিজের মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে Exam Bangla কথাটি লিখে সার্চ করলেই Exam Bangla ‘র অফিসিয়াল চ্যানেল খুলে যাবে।

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য নীচের বাটনে ক্লিক করুন 👇👇👇

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার ফ্রী মক টেস্ট

Related Articles