জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখেন সমস্ত মানুষই। কিন্তু সেই সফল হওয়ার জন্য চাই অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রম। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যাঁরা চ্যালেঞ্জ নিতে ভয় পান না। স্বপ্ন পূরণের জন্য তাঁরা পরিশ্রম করেন দিন রাত। অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য এনে মুখে হাসি ফোটে তাঁদের। এমনই একজন হলেন আইএএস (IAS) অফিসার অংশু প্রিয়া। তাঁর জীবন কাহিনী অনুপ্রেরণা জোগাবে অন্যদের। তাঁর হাল না ছাড়া মানসিকতার কারণে আজ শিরোনামে এসেছেন তিনি। ডাক্তারির পাশাপাশি তিনি জয় করেছেন ইউপিএসসি। আজ অংশু প্রিয়া একজন সফল আইএএস (IAS) অফিসার।
আমাদের পড়শি রাজ্য বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা অংশু প্রিয়া। ছোটবেলা থেকে মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন তিনি। বিহারের নটরডেম অ্যাকাডেমি স্কুল থেকে পড়াশোনা করেন অংশু প্রিয়া। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি ঠিক করেন ডাক্তারি পড়বেন। সেইমতো এইমস পাটনা থেকে ব্যাচেলর অফ মেডিসিন ও ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন তিনি। পড়াশোনা শেষ করে চাকুরি জীবনে পা রাখেন অংশু প্রিয়া। এইমস পাটনাতে শুরু করেন আবাসিক চিকিৎসক হিসেবে কাজ। সে সময় তিনি স্বপ্ন দেখতে শুরু করেন একেবারে ভিন্ন পথের। আইএএস (IAS) অফিসার হতে চান তিনি। আর ভাবা মতোই শুরু পরিশ্রম। নতুন চ্যালেঞ্জ নিতে পিছপা হতেন না অংশু প্রিয়া। সেই সময় থেকে শুরু হল তাঁর ইউপিএসসির প্রস্তুতি।
আরও পড়ুনঃ একইসঙ্গে চার সরকারি চাকরিতে পাশ
২০১৯ সাল নাগাদ প্রথমবারের জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন অংশু প্রিয়া। সে বার প্রিলিমিনারি পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেন নি তিনি। দ্বিতীয়বারেও নিরাশ হতে হয় তাঁকে। কিন্তু জেদি মেয়ে অংশু প্রিয়া ছিলেন থামতে নারাজ। দিন রাত এক করে চলে তাঁর পরিশ্রম। ২০২১ সালে ফের সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন অংশু প্রিয়া। সেবারে আর নিরাশ নয় বরং কাঙ্ক্ষিত সাফল্য পেলেন অংশু। সারা দেশের মধ্যে ১৬ র্যাঙ্ক করে দুর্দান্ত রেজাল্ট করেন অংশু প্রিয়া। যেভাবে তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে নিজের স্বপ্ন সফল করেছেন, তার জন্য তাঁকে কুর্নিশ। আগামী দিনের পরীক্ষার্থীদের কাছে তিনি একজন অনুপ্রেরণা হয়েই থাকবেন।