দেশ ও রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু রয়েছে বেশ কিছু স্কলারশিপ। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই স্কলারশিপগুলি পান পড়ুয়ারা। সরকারি ও বেসরকারি তরফে স্কলারশিপ গুলির ব্যবস্থা করা হয়। এর মধ্যে একটি স্কলারশিপ হল ‘সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ’। গত বছরে এই স্কলারশিপ প্রাপকদের রিনিউয়াল শুরু হল এবার। কিভাবে আবেদন করবেন তা বিস্তারিত জানানো হল এই প্রতিবেদনে।
আবেদন যোগ্যতা- মূলত মেধাবী ছাত্রীদের কথা চিন্তা করে এই স্কলারশিপ প্রোগ্রামটি চালু করা হয়েছে। বৃত্তির জন্য আবেদন জানাতে হলে আবেদনকারীকে পরিবারের একমাত্র কন্যা সন্তান হতে হবে। তাঁকে পড়তে হবে সিবিএসই (CBSE) পরিচালিত স্কুলে একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে। পড়ুয়ার স্কুলের এক শিক্ষাবর্ষের প্রতি মাসের টিউশন ফি হতে হবে ১৫০০/- টাকার মধ্যে। পাশাপাশি, আবেদনকারী পড়ুয়াকে সিবিএসই দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় পেয়ে থাকতে হবে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর (৬.২ সিজিপিএ)।
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন পদ্ধতি- আগ্রহী পড়ুয়ারা সিবিএসইর মূল ওয়েবসাইটের মারফত আবেদন জানাতে পারবেন। সেখান থেকে আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। সঠিকভাবে ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ জমা করে দেবেন। আবেদন জমা দিয়ে তার একটি কপি নিজেদের কাছে রেখে দেবেন। এই স্কলারশিপে যোগ্য পড়ুয়ারা প্রতি মাসে পাবেন ৫০০ টাকার বৃত্তি। সর্বাধিক দুই বছরের জন্য এই সুবিধা লাভ করবেন তাঁরা।