সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। আলোচনা পর্ব মিটিয়ে এবার জোরকদমে কাজ শুরু হল কেন্দ্রের অন্দরে। লোকসভা ভোটের আগেই বর্ধিত ডিএ-এর সিদ্ধান্তে শিলমোহর দেবে সরকার। উৎসবের মরশুমে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে বাড়তে পারে ডিএ। মিডিয়া রিপোর্ট বলছে, চার শতাংশ হারে ডিএ বাড়াবে কেন্দ্র। ডিএ বৃদ্ধির সঙ্গে এক লাফে অনেকটা বেতন বাড়বে সরকারি কর্মীদের।
শুধুমাত্র কর্মীদের ডিএ নয় বরং পেনশনভোগীদের ডিআর-ও বাড়াবে কেন্দ্রীয় সরকার। ১ জুলাইয়ের সাপেক্ষে বাড়বে মহার্ঘ ভাতা। বর্তমানে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মী ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। বছরের প্রথম ডিএ সংশোধনীতে এই হার নির্দিষ্ট করা হয়েছিল। জুলাই সংশোধনীতে আরও চার শতাংশ ডিএ বাড়লে মোট ৪৬ শতাংশে পৌছবে মহার্ঘ ভাতার হার। ডিএ বৃদ্ধির প্রভাব পড়বে সরকারি কর্মীদের বেতনে। এক লাফে বেশ কয়েক হাজার টাকার বেতন বৃদ্ধি হবে তাঁদের।
আরও পড়ুনঃ এক হাজার শূন্যপদে অধ্যাপক নিয়োগের পথে রাজ্য সরকার
সূত্রের খবর, ইতিমধ্যে জোর তোড়জোড় শুরু হয়েছে কেন্দ্রের অন্দরে। চূড়ান্ত সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব গ্রহণ করবে সরকার। মন্ত্রীসভার বৈঠক সেরেই ঘোষণা করা হবে ডিএ বৃদ্ধির হার। অতএব সরকারি কর্মীদের মুখে শীঘ্রই ফুটতে চলেছে হাসি।আর কিছুদিনের অপেক্ষা। তার পরেই মহার্ঘ ভাতা নিয়ে ঘোষণা শুনতে পাবেন দেশের সরকারি কর্মীরা।