পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। পরীক্ষার্থীদের মাথাপিছু একটি আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পিছু নির্দিষ্ট অর্থ পাঠানো হবে বিদ্যালয়ে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হবে এই টাকা। সরকারের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে।
ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ২০২৪ সাল থেকে প্রতি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ১০ টাকা করে অর্থ প্রদান করা হবে। অর্থাৎ পরীক্ষার্থীদের মাথাপিছু দশ টাকা করে আর্থিক অনুদান দেবে মধ্যশিক্ষা পর্ষদ। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থাকবে এই ব্যবস্থা। প্রধানত পরীক্ষার্থীদের উৎসাহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি, বেশ কিছু ক্ষেত্রে কড়া হয়েছে পর্ষদ। যেমন, মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে যে সমস্ত স্কুল গড়িমসি করেছে, তাঁদের সকলকে ফি দিতে হবে।
আরও পড়ুনঃ প্রতি মাসে ৫০০ টাকা বৃত্তি পাবেন রাজ্যের স্কুল পড়ুয়ারা
সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। যেমন নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি, পরীক্ষার্থীদের সুবিধার্থে নতুন অ্যাপের উদঘাটন, শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি ইত্যাদি। প্রসঙ্গত, এদিন মধ্যশিক্ষা পর্ষদের তরফে ঘোষিত মাধ্যমিক পরীক্ষার্থীদের আর্থিক অনুদান প্রসঙ্গে বিস্তর জলঘোলা হয়েছে। এই অর্থের অনুদান দেওয়া কতটা যুক্তিপূর্ণ ও এতে আদৌ পরীক্ষার্থীদের কোনো উপকার হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞেরা।