রাজ্যের মাধ্যমিক চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি কোচিন শিপয়ার্ড লিমিটেড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্ভাব্য ৩০০ শূন্যপদে আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে এই সংস্থা। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে এই শূন্যপদে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, মাসিক স্টাউপেন্ড ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
Employment No.- P&A/6(140/21
পদের নাম- ITI Trade Apprentice, Technician (Vocational) Apprentice
যে সমস্ত ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে সেগুলি হল- Electrician, Fitter, Welder, Mechanist, Electronic Mechanic, Instrument Mechanic, Draughtsman, Painter, Plumber ইত্যাদি।
মোট শূন্যপদ- আইটিআই অ্যাপ্রেন্টিসের মোট শূন্যপদ ৩০০ টি। ভোকেশনাল অ্যাপ্রেন্টিসের মোট শূন্যপদ ৮ টি। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট প্রশিক্ষণের জন্য আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেড গুলির মধ্যে যেকোনো একটিতে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট প্রতিষ্ঠান প্রদত্ত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। ভোকেশনাল প্রশিক্ষণের জন্য ভোকেশনাল বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
চাকরির খবরঃ WBPSC’তে ‘গ্রুপ- সি’ কর্মী নিয়োগ
বয়সসীমা- ৪ অক্টোবর ২০২৩ তারিখ অনুযায়ী প্রত্যেক আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
মাসিক স্টাইপেন্ড- আইটিআই অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসিক ৮০০০/- টাকা এবং ভোকেশনাল অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসিক ৯০০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক এবং যোগ্য চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। সেক্ষেত্রে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.com ভিজিট করতে হবে। তারপর নির্দিষ্ট উইন্ডো থেকে নির্দেশ অনুযায়ী স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৪ অক্টোবর, ২০২৩।
চাকরির খবরঃ এই মুহূর্তে যেসব চাকরির আবেদন চলছে
Official Notification: Download Now
Official Website: Apply Now