এক নজরে
চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য দারুণ সুখবর! হাজার হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মোট ছয়টি কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের। মোট শূন্যপদের সংখ্যা ৮৪ হাজার ৮৬৬ টি। প্রার্থীদের বেছে নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে। আবেদন শুরুর সময় ও পরীক্ষার সম্ভাব্য মাস ঘোষণা করা হয়েছে সম্প্রতি। আগামী ২৪ শে নভেম্বর থেকে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা।
SSC GD Recruitment 2023
গত ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার সরাষ্ট্রমন্ত্রকের ডেপুটি সেক্রেটারি জুহি ভার্মা জানান, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-এর ৮৪ হাজার ৮৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ হবে। কেন্দ্রীয় সরকারের সরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল, সেক্রেটারিয়েট সিকিউরিটি কোর্স (এস.এস.এফ), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, জেনারেল ডিউটি কনস্টেবল ও অসম রাইফেলস -এর রাইফেলম্যান (জিডি) পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন (SSC)।
SSC GD Recruitment 2023 -এর মোট শূন্যপদ কত?
মোট শূন্যপদ- কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, মোট ৮৪ হাজার ৮৬৬ টি শূন্যপদের মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)- এ রয়েছে ২৯ হাজার ২৮৩টি শূন্যপদ। বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এ রয়েছেন মোট ১৯, ৯৮৭টি শূন্যপদ। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের জন্য রয়েছে ১৯, ৪৭৫ টি শূন্যপদ। আই.টি.বি.পি-তে রয়েছে মোট ৪,১৪২ টি শূন্যপদ। সশস্ত্র সীমা বলে রয়েছে মোট ৮,২৭৩ টি শূন্যপদ ও অসম রাইফেলসের জন্য রয়েছে মোট ৩,৭০৬ টি শূন্যপদ। চাকরি পাওয়ার পর প্রার্থীদের
বেতন হবে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।
SSC GD Recruitment 2023 -এ আবেদন জানাতে কি যোগ্যতা লাগবে?
আবেদন যোগ্যতা- মাধ্যমিক পাশের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সংশ্লিষ্ট শূন্যপদের জন্য আবেদন জানাতে পারবেন। প্রার্থী দের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। এর মধ্যে ওবিসি ও তফশিলি প্রার্থীরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন। এছাড়া শারীরিক মাপজোক সম্বন্ধীয় বেশ কিছু যোগ্যতা রাখা হয়েছে।
চাকরির খবরঃ WBPSC’তে ‘গ্রুপ- সি’ কর্মী নিয়োগ
SSC GD Recruitment 2023 -এর আবেদন কবে শুরু হবে?
আবেদনের সময়সীমা- কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। নিয়োগ পরীক্ষা আয়োজিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে।
SSC GD Recruitment 2023 -এর নিয়োগ পদ্ধতি
প্রার্থী বাছাই পর্ব- বাছাইপর্বের প্রথম ধাপে নেওয়া হবে কম্পিউটার বেসড পরীক্ষা (CBE)। পরীক্ষায় থাকবে মোট ১৬০ নম্বরের ৮০টি এমসিকিউ প্রশ্ন। কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষার প্রশ্ন হবে মাধ্যমিক মানের। যেখানে A) পার্ট এ-তে থাকবে জেনারেল ইনটেলিজেন্স অ্যান্ড রিজনিং, B) পার্ট বি-তে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। C) পার্ট সি-তে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স আর D) পার্ট ডি-তে থাকবে ইংরেজি/হিন্দি ভাষার উপর প্রশ্ন। প্রতিটি বিষয় থেকে থাকবে মোট ৪০ নম্বরের ২০টি করে প্রশ্ন। পরীক্ষার মোট সময় এক ঘন্টা। এবারের কেন্দ্রীয় সরকারের নিয়োগ পরীক্ষার প্রশ্ন হবে বাংলা, হিন্দি, ইংরেজি-সহ অন্যান্য রিজিওনাল ভাষায়। প্রথম পর্বের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দিতে হবে শারীরিক মাপজোকের পরীক্ষা (PST) ও শারীরিক সক্ষমতার পরীক্ষা ‘ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)। পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে প্রার্থীদের। সবকটি ধাপের যোগ্য প্রার্থীরা নির্ধারিত শূন্যপদে নিয়োগ পাবেন।
আরও পড়ুনঃ রাজ্যের পঞ্চায়েত দপ্তরের ৭ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ