কথায় আছে স্বপ্ন দেখা সহজ। কিন্তু সে স্বপ্ন পূরণ করাই কঠিন। আমাদের আশেপাশে থাকা অনেকেই স্বপ্ন দেখেন কিন্তু মাঝপথে সে স্বপ্নের হাত ছেড়ে দিতেও দেখা যায় অনেককেই। পরিস্থিতির চাপে তাঁরা নিজেদের জীবনের মোড় ঘুরিয়ে নেন। হয়তো বেছে নেন অন্য কোনো পথ। আবার অন্যদিকে, আমাদের সমাজে থাকা এমন অনেক মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন স্বপ্ন দেখলে তাকে সফল করার হিম্মত রাখতে হবে। তবেই পূরণ হবে অপূর্ণ স্বপ্ন। আজ এই প্রতিবেদনে এমন একজনের কথা জানবো, যিনি এভাবেই চ্যালেঞ্জ নিয়ে একদিন জয়ী হয়েছেন। তাঁর নাম আদর্শ কান্ত শুক্লা। মাত্র একুশ বছর বয়সে IPS অফিসার হয়ে নজির গড়েছেন তিনি।
ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের বারাবাঙ্কির বাসিন্দা আদর্শ। তাঁর বাবা রাধাকান্ত শুক্লা ছিলেন একজন প্রাইভেট ফার্ম অ্যাকাউন্টেন্ট। ছোটবেলায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় ছোট থেকেই নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। ছোট থেকে মেধাবি আদর্শ স্বপ্ন দেখতেন বড় হয়ে ভারত সরকারের উচ্চপদস্থ অফিসার হবেন। পড়াশোনা চলাকালীন তিনি লখনউয়ের ন্যাশনাল পিজি কলেজ থেকে গোল্ড মেডেলিস্ট হিসেবে বিএসসি ডিগ্রি অর্জন করেন। স্নাতক উত্তীর্ণ হয়েই UPSC প্রস্তুতি শুরু করেন আদর্শ। কোচিং নয় বরং সেল্ফ স্টাডি করেই পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।
আরও পড়ুনঃ নাসার চাকরি ছেড়ে IPS অফিসার অনুকৃতি শর্মা
প্রস্তুতি সেরে ২০২০ সাল নাগাদ প্রথমবারের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষায় বসেন আদর্শ। আর প্রথমবারেই করলেন বাজিমাত। সর্বভারতীয় স্তরে ১৪৯ তম স্থান অর্জন করে ইউপিএসসি উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে IPS অফিসার হিসেবে নির্বাচিত হন আদর্শ কান্ত শুক্লা। ছেলের সাফল্যে চোখে আনন্দাশ্রু তাঁর পরিবারের। আদর্শ জানিয়েছেন, তাঁর এই স্বপ্নের পথে সব সময় তিনি পাশে পেয়েছিলেন তাঁর বাবা, মা কে। তাই এই সফলতা তিনি তাঁদেরকেই উৎসর্গ করতে চান। মাত্র একুশ বছর বয়সী IPS অফিসার আদর্শ এখন দেশের সমস্ত ছাত্রছাত্রীর কাছে একজন অনুপ্রেরণা।