ভারতীয় রেলের পূর্ব শাখায় টিকিট কাউন্টারে টিকিট সেলার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল সম্প্রতি। কি যোগ্যতায়, কারা করতে পারবেন আবেদন? কোন কোন ডকুমেন্টস লাগবে আবেদন জানানোর জন্য? নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
Employment No.- CW/388/Halt/Gaurdaha(GQD)
পদের নাম- Halt Contractor
কন্ট্রাক্ট পিরিয়ড- ৫ বছর।
আরও পড়ুনঃ এয়ার ইন্ডিয়ার ৩২৩ শূন্যপদে কর্মী নিয়োগ
ঘুটিয়ারি শরীফ এবং পিয়ালীর মধ্যে গৌড়দহ হল্ট স্টেশনে ৫ বছরের জন্য নির্ধারিত কমিশনের ভিত্তিতে টিকিট বিক্রির জন্য হল্ট কন্ট্রাক্টরের নিযুক্তির জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার যোগ্য ব্যক্তিদের কাছ থেকে প্রস্তাবিত আবেদনপত্রে আবেদন আমন্ত্রণ করা হয়েছে।
আবেদন পদ্ধতি- প্রস্তাবিত আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করে, পূরণকরা আবেদনপত্রের সঙ্গে জরুরি নথিপত্রগুলি একত্রিত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।
সিকিউরিটি মূল্য- আবেদনকারীকে এককালীন ২০০০/- টাকা সিকিউরিটি মানি জমা দিতে হবে হল্টের দায়িত্ব নেওয়ার আগে।
মাসিক কমিশন- দায়িত্ত্ব প্রাপ্ত হল্ট কন্ট্রাক্টার নিম্নের চার্ট অনুযায়ী কমিশন পাবেন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building,
Room No.44, Kaizer Street, Kolkata -700014
আরও পড়ুনঃ এই মুহূর্তের সমস্ত চাকরির খবর
আবেদনের শেষ তারিখ- ১৯ অক্টোবর, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here