প্রকাশ পেল কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২২-এর প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ফলাফল। রেজাল্ট প্রকাশ পেয়েছে তিনটি ওয়েবসাইট (www.wbpolice. gov.in), (www.prb.wb.gov.in) এবং (www.kolkatapolice.gov.in)-এর মাধ্যমে। যে সকল পরীক্ষার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাঁরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অফ বার্থ ও নিজেদের স্থায়ী জেলা/রাজ্য সিলেক্ট করে রেজাল্ট চেক করতে পারবেন। কিভাবে রেজাল্ট দেখবেন, তা স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হল।
রেজাল্ট চেক করবেন কিভাবে?
১) পরীক্ষার্থীদের প্রথমে বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তিনটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে ভিজিট করতে হবে।
২) এরপর হোমপেজে থাকা প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর, ডেট অফ বার্থ এবং স্থায়ী জেলা/রাজ্য সিলেক্ট করে লগ ইন করতে হবে।
৪) স্ক্রিনে রেজাল্টটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে রেখে দেবেন পরীক্ষার্থীরা।
চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এরপর ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট (PMT) এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) তে অংশগ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট পরীক্ষাগুলি শুরু হতে চলেছে আগামী ২ নভেম্বর ২০২৩ থেকে। আগামী ১৮ অক্টোবর থেকে পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কিত একটি লিঙ্ক দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। বোর্ডের তরফে সকল পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন অবশ্যই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন। এছাড়া বোর্ড এও জানিয়েছে যে, পুলিশ বিভাগের নিয়োগ কেবলমাত্র মেধার বিচারে হবে। তাই পরীক্ষার্থীরা যেন চাকরি সংক্রান্ত কোনো প্রলোভনে পা না দেন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে বোর্ডের বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন ও পরবর্তী আপডেট পেতে বোর্ডের ওয়েবসাইটে নজর রাখবেন।