চাকরির খবর

পুজোর পরেই বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যে! ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। পুজোর পরেই বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

পুজোর মরশুমে খুশির খবর পেলেন রাজ্যের চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা। বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের বিদ্যালয়গুলির শিক্ষক নিয়োগে জটিলতা চলছে দীর্ঘদিন ধরেই। নিয়োগ পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা। কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, নিয়োগ জটিলতা কাটতে পারে মন্ত্রীসভার বৈঠকের পরেই। গতকাল বৈঠক শেষে ব্রাত্য বসুর কথায় মিলল সেই জটিলতা কাটার আভাস।

গতকাল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মন্ত্রীসভার বৈঠকের আয়োজন করা হয়েছিল। পায়ের অসুস্থতার কারণে নিজ বাসভূমিতেই বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, কর্মসংস্থান বৃদ্ধি সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ। বৈঠক শেষ হতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, শীঘ্রই রাজ্যের স্কুলগুলিতে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু জানিয়েছেন, উর্দু অ্যাকাডেমি বিদ্যালয়ের জন্য আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করবে রাজ্য। নয়া নিয়োগ কর্মসূচিতে যোগ্যতার ভিত্তিতে বেছে নেওয়া হবে প্রার্থীদের। অতএব বেশ কিছু শূন্যপদে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই জানা যাচ্ছে।

বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ পুলিশে ১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণা

খুব সম্ভবত পুজোর পরেই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। আবেদন যোগ্যতা, নিয়োগের নিয়ম-সহ খুঁটিনাটি তথ্যগুলি জানানো হবে। তবে ঠিক কত শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে, তা এখনও খোলসা করেননি শিক্ষামন্ত্রী। পুজোর পর যদি নোটিফিকেশন প্রকাশ পায়, তবে সেখানে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা থাকবে। রাজ্য সরকারের তরফে নিয়োগের ঘোষণা শুনে আপাতত কিছুটা স্বস্তিতে চাকরিপ্রার্থীরা। এ বিষয়ে পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছেন তাঁরা। অতএব পরবর্তী আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন ‘Exam Bangla’-র ওয়েবসাইটে।

বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ

Related Articles