এক নজরে
SSC GD Constable 2021: মাধ্যমিক পাশে কনস্টেবলের চাকরি। মোট শূন্যপদ প্রায় 80 হাজার। এই করোনা কালে যখন বিভিন্ন দপ্তরে কর্মী ছাঁটাই চলছে, ঠিক এই মূহুর্তে স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commision) তরফ থেকে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। প্রায় 80 হাজার শূন্য পদে কেন্দ্রীয় আট বাহিনীতে কনস্টেবল নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ। এই কনস্টেবল পদের জন্য পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন GD Constable পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগে, বয়স সীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, পরীক্ষার সিলেবাস ইত্যাদি। SSC GD Constable Recruitment 2021.
SSC GD Constable Recruitment 2021
Latest Recruitment SSC GD Constable 2021. Apply 80000+ Vacancy in all over India. Download Official Notification SSC GD Constable 2021.
SSC GD Constable Post Details
- BSF
- CISF
- CRPF
- SSB
- ITBP
- Asam Rifles
- NIA
- SSF
Total Vacancy
SSC GD Constable 2021 total Vacancy. সূত্রের খবর মোট শূন্যপদ থাকবে প্রায় 80 হাজার।
Pay Scale
SSC GD Constable Pay Scale Rs. 21,700/- to 69,100/- (As on 2019 Notification)
Age Limit
SSC GD Constable Age Limit (As on 01.08.2021)
- UR- 18 to 23
- OBC- 18 to 26
- SC/ ST- 18 to 28
- Ex-Servicemen- As on Govt. rule
Qualification
SSC GD Constable Qualification. SSC GD কনস্টেবল পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ করে থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
Application Process
আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.ssc.nic.in) গিয়ে আবেদন করতে হবে। যেসব প্রার্থীরা নতুন তাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি তে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। ওই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। পাশাপাশি যেসব প্রার্থীরা আগে স্টাফ সিলেকশন কমিশনের কোনো না কোনো চাকরির পরীক্ষায় ফর্ম ফিলাপ করেছেন তাদের নতুন করে রেজিষ্ট্রেশন করতে হবে না সরাসরি লগইন করে আবেদন করতে পারবেন।
Application Fee
- UR/ OBC- Rs. 100/-
- SC/ ST- Rs. 0/-
- Women Candidate- Rs. 0/-
- Ex- Servicemen- Rs. 0/-
আবেদন ফি জমা দেওয়া যাবে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই। অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে Debit Card, Credit Card, VISA Card, Master Card, Net Banking -এর মাধ্যমে। অফলাইনে আবেদন ফি জমা দেয়া যাবে State Bank of India -র ব্যাংক চালানের মাধ্যমে।
Exam Centre in West Bengal
SSC GD Constable Exam Centre in West Bengal. পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র থাকবে। পশ্চিমবঙ্গের মধ্যে যেসব শহরে পরীক্ষা কেন্দ্র থাকবে সেগুলি হল- কলকাতা, শিলিগুড়ি (বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বাকি শহরগুলি আপডেট দেওয়া হবে)।
Selection Process
SSC GD Constable Selection Process-
- Computer-Based Examination
- PET/ PST
- Medical Examination
Computer-Based Examination Syllabus
- Exam Type- MCQ
- Total Questions- 100
- Full Marks- 100
- Duration- 90 Min
- Exam Language- English & Hindi
Computer Based Examination (CBE) পরীক্ষায় মোট চারটি বিষয় থেকে প্রশ্ন থাকবে। প্রতিটি পার্টে 25 টি প্রশ্ন থাকবে। পরীক্ষার পূর্ণমান 25 × 4 = 100.
SSC GD Constable CBE Subject
- Part A- General Intelligence and Reasoning
- Part B: General Knowledge and General Awareness
- Part C: Elementary Mathematics
- Part D: English/ Hindi
General Intelligence & Reasoning (25 Marks): Analytical aptitude and ability to observe and distinguish patterns will be tested through questions principally of non-verbal type. This component may include questions on analogies, similarities and differences, spatial visualization, spatial orientation, visual memory, discrimination, observation, relationship concepts, arithmetical reasoning and figural classification, arithmetic number series, non- verbal series, coding and decoding, etc.
General Knowledge and General Awareness (25 Marks): Questions in this component will be aimed at testing the candidate’s general awareness of the environment around him. Questions will also be designed to test knowledge of current events and of such matters of every day observations and experience in their scientific aspect as may be expected of any educated person. The test will also include questions relating to India and its neighboring countries especially pertaining to sports, History, Culture, Geography, Economic Scene,
General Polity, Indian Constitution, and scientific Research etc. These Questions will be such that they do not require a special study of any discipline.
Elementary Mathematics (25 Marks): This paper will include questions on problems relating to Number Systems, Computation of Whole Numbers, Decimals and Fractions and relationship between Numbers, Fundamental arithmetical operations, Percentages, Ratio and Proportion, Averages, Interest, Profit and Loss, Discount, Mensuration, Time and Distance, Ratio and Time, Time and Work, etc.
English/ Hindi: Candidates’ ability to understand basic English/ Hindi and his basic comprehension would be tested.
Physical Efficiency Test (PET)
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে: 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে: 8.5 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে।
Physical Standard Test (PST)
এই ধাপে প্রার্থীদের উচ্চতা এবং বুকের ছাতি পরিমাপ করা হবে।
SSC GD Constable Height
UR/ SC/ OBC: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 170 সেমি। মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে 157 সেমি।
Scheduled tribes (ST): পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে 162.5 সেমি। মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে 150 সেমি।
গোর্খা: দার্জিলিং/ কালিংপং/ কার্শিয়াং মহাকুমার অন্তর্গত গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 157 সেমি (পুরুষ) এবং 152.5 সেমি (মহিলা)।
SSC GD Constable Chest
UR/ SC/ OBC: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে 80 সেমি। 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
Scheduled tribes (ST): পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে 76 সেমি। 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
গোর্খা: দার্জিলিং/ কালিংপং/ কার্শিয়াং মহাকুমার অন্তর্গত গোর্খা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে 77 সেমি। 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
সবক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি পরিমাপ যোগ্য নয়।
SSC GD Constable Weight
প্রার্থীদের উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজন যথাযথ হতে হবে।
Eye Sight
এই নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হবে মে মাসের প্রথম সপ্তাহে। অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অনলাইনে আবেদন করার লিংক ও নোটিশের লিংক দেওয়া হবে।