রাজ্যের যুবক-যুবতীদের জন্য দারুণ সুখবর। রাজ্য সরকারের নয়া সিদ্ধান্তে মুখে হাসি ফুটল তাঁদের। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে পাঁচ লাখ টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলে এই অর্থ পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। কারা এই অর্থ পাবেন ও কবে পর্যন্ত আবেদন করা যাবে, আবেদনের নিয়মকানুন সহ বিস্তারিত বিবরণ দেওয়া হল আজকের এই প্রতিবেদনে।
সূত্রের খবর, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে সরকার জানিয়েছে, রাজ্যের দু’ লাখ যুবক যুবতীকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে। প্রতি বছর ২ লাখ উপভোক্তাকে এই টাকা দেওয়া হবে। পাঁচ বছরে মোট আর্থিক সাহায্যে পেতে পারেন ১০ লাখ টাকা পর্যন্ত। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কর্মসংস্থান বৃদ্ধি ও তাঁদের স্বনির্ভর করে তোলা। যুবক-যুবতীরা এই অর্থ দিয়ে ব্যাবসা শুরু করতে পারবেন। ব্যাংক মারফত এই লোন নিলে তার গ্যারান্টার হবে রাজ্য সরকার। এছাড়া, রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকার মার্জিন মানি দেবে। বাকি ৮৫% -এর নিশ্চয়তা থাকছে সরকারের তরফেই। অর্থ লাভের জন্য বেশ কিছু শর্তাবলী ধার্য করা হয়েছে। একনজরে দেখে নিন সেগুলি।
আরও পড়ুনঃ বকেয়া ডিএ মামলায় বড় সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট
এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পাশাপাশি, তাঁকে অন্ততঃ দশ বছর পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যে সমস্ত যুবক যুবতীরা কর্মসাথী প্রকল্পে আবেদন করা সত্বেও লাভবান হননি, তাঁরাও এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। একটি পরিবারের একজন সদস্যই প্রকল্পের জন্য আবেদনযোগ্য। আবেদন জানানোর জন্য এসডিও, বিডিও অফিস বা জেলার শিল্পকেন্দ্রে অফলাইনে আবেদন জানানো যাবে। অনলাইনে আবেদন জানাতে হলে www.bccs.wb.gov.in ওয়েবসাইটে -এ ভিজিট করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অ্যাপ্লিকেশন জমা করা যাবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২ নভেম্বর থেকে যা চলবে চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত।
প্রসঙ্গত, খেয়াল রাখবেন আবেদন জানানোর আগে অবশ্যই সকল নিয়মকানুন ভালো করে পড়ে নেবেন। অফলাইন বা অনলাইন যেকোন ক্ষেত্রের আবেদনের সময়।