দেশের পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বেশ কিছু সরকারি ও বেসরকারি স্কলারশিপ চালু রয়েছে। এক বৃত্তি গুলিতে যেমন এককালীন টাকা পাওয়া যায় তেমনই মাসে ও বছরে ভাগে ভাগে অর্থ পাঠানো হয় সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। দেশে প্রচলিত বেসরকারি স্কলারশিপ গুলির মধ্যে একটি হল HDFC Bank Parivahan Scholarship। মূলত মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এই স্কলারশিপ চালু রয়েছে। এই বৃত্তির মাধ্যমে ১৫ হাজার টাকা থেকে ৭৪ হাজার টাকার অর্থ সাহায্য পাবেন ছাত্র ছাত্রীরা। এই স্কলারশিপ কিভাবে আবেদন জানাবেন, আবেদন জানানোর জন্য কী কী ডকুমেন্ট লাগবে তা বিস্তারিত ব্যাখ্যা করা হল এই প্রতিবেদনে।
প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সকল ক্লাসের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। এর মধ্যে পড়ছেন স্কুল পড়ুয়া, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ, আইআইটি (IIT), পলিটেকনিক, ডিপ্লোমা, ও পেশাদারী স্নাতকোত্তর কোর্সের পড়ুয়ারাও। তবে আবেদন জানানোর জন্য পড়ুয়াদের পূর্ববর্তী পরীক্ষায় ৫৫% নম্বর নিয়ে পাশ করতে হবে। এছাড়া, পড়ুয়াদের অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে ও পারিবারিক বাৎসরিক আয় ৬ লাখ টাকার মধ্যে হতে হবে।
আরও পড়ুনঃ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল
◉ স্কলারশিপের আবেদন জানানোর জন্য প্রথমে (Buddy4Study)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে HDFC স্কলারশিপের লিংকে ক্লিক করতে হবে।
◉ তারপর একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
◉ এরপর লগ ইন করে স্কলারশিপের জন্য আবেদন জানাতে হবে।
◉ এরপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। সবশেষে সাবমিট অপশনে ক্লিক করে জমা দিতে হবে।
স্কলারশিপের আবেদন জানানোর জন্য যে ডকুমেন্টগুলো লাগবে, সেগুলি হল-
◆ বৈধ ফোন নম্বর ও ইমেইল এড্রেস
◆ পূর্ববর্তী পরীক্ষার অ্যাডমিট
◆ পাসপোর্ট সাইজ ফটো
◆ পারিবারিক ইনকাম সার্টিফিকেট
◆ ফটো আইডেন্টিটি প্রুফ
এই স্কলারশিপের অর্থের পরিমাণ ক্লাস অনুযায়ী বৃদ্ধি পায়। ১৫ হাজার টাকা থেকে সর্বাধিক ৭৫ হাজার টাকার বৃত্তি পেতে পারেন পড়ুয়ারা। তবে আবেদন জানানোর আগে অবশ্যই সমস্ত নিয়মাবলী মন দিয়ে পড়ে নেবেন।