অন্যান্য খবর

পশ্চিমবঙ্গের সরকারি ছুটির তালিকা 2024 | ২০২৪ সালে পশ্চিমবঙ্গে সরকারি ছুটির তালিকা

২০২৪ সালের সমস্ত রাজ্য সরকারি ছুটির তালিকা থাকছে আজকের প্রতিবেদনে। বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

পশ্চিমবঙ্গের সরকারি ছুটির তালিকা ২০২৪: পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। 2024 সালের পশ্চিমবঙ্গের সরকারি স্কুল, কলেজ ও অফিসের ছুটির তালিকা প্রকাশ করা হলো নবান্নের তরফ থেকে। প্রতি বছরেই একটি বাৎসরিক ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই ক্যালেন্ডার অনুসারে ছুটি পান সরকারি কর্মী থেকে ছাত্রছাত্রীরা। এছাড়া প্রয়োজন অনুসারে যুক্ত করা হয় বাড়তি কিছু ছুটিও। নয়া ছুটির সংযোজন হলে সে বিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। নিয়মানুসারে, প্রতি বছরের মতো ২০২৪ সালের পশ্চিমবঙ্গের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালে কোন কোন দিন স্কুল ছুটি থাকবে? জেনে নিন বিস্তারিত আপডেট। সঙ্গে এই পোস্ট থেকে “পশ্চিমবঙ্গের ছুটির তালিকা ২০২৪ pdf” ডাউনলোড করতে পারবেন।

পশ্চিমবঙ্গের সরকারি ছুটির তালিকা ২০২৪

এদিন বৃহস্পতিবার নবান্নের তরফে পশ্চিমবঙ্গ রাজ্যের ছুটির তালিকা ২০২৪ প্রকাশ করা হয়েছে। সরকারের তরফে প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে, ২০২৪ সালে মোট ৪৫ দিনের ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মী, স্কুল কালজের ছাত্র- ছাত্রীর। রাজ্য সরকারের এই ২০২৪ -এর ছুটির তালিকা বলছে, আগামী বছর পুজোর ছুটি শুরু হয়ে যাবে চতুর্থী থেকেই। ছুটি কাটিয়ে কাজ শুরু হবে ১৯ অক্টোবর থেকে। মুখ্যমন্ত্রীর ঘোষণা করা নয়া দুই সরকারি ছুটিও অন্তর্ভুক্ত হয়েছে ক্যালেন্ডারে। তবে করম পুজোর ছুটি কবে দেওয়া হবে তা এখনও বিবেচনাধীন বলে জানিয়েছে সরকার। একনজরে দেখে নিন সম্পূর্ণ ছুটির ক্যালেন্ডার।

আরও পড়ুনঃ প্রতি মাসে ১০০০ টাকা দেবে রাজ্য সরকার 

পশ্চিমবঙ্গের ছুটির তালিকা ২০২৪

পশ্চিমবঙ্গে সরকারি ছুটির তালিকা ২০২৪

পশ্চিমবঙ্গের সরকারি ছুটির তালিকা 2024
1 জানুয়ারিসোমবারইংরেজি নববর্ষ
12 জানুয়ারিশুক্রবারস্বামী বিবেকানন্দের জন্মদিন
23 জানুয়ারিমঙ্গলবারনেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন
26 জানুয়ারিশুক্রবারপ্রজাতন্ত্র দিবস
14 ফেব্রুয়ারিবুধবারসরস্বতী পুজো (বসন্ত পঞ্চমী)
26 ফেব্রুয়ারিসোমবারসবেবরাত
8 মার্চশুক্রবারশিবরাত্রি
25 মার্চসোমবারদোলযাত্রা
29 মার্চশুক্রবারগুড ফ্রাইডে
11 এপ্রিলবৃহস্পতিবারঈদ-উল-ফিতর
14 এপ্রিলরবিবারপয়লা বৈশাখ
14 এপ্রিলরবিবারআম্বেদকর জয়ন্তী
21 এপ্রিলরবিবারমহাবীর জয়ন্তী
1 মেবুধবারশ্রমদিবস
8 মেবুধবাররবীন্দ্রজয়ন্তী
23 মেবৃহস্পতিবারবুদ্ধ পূর্ণিমা
17 জুনসোমবারবকরি ঈদ / ঈদ-উল-জোহা
7 জুলাইরবিবাররথযাত্রা
17 জুলাইবুধবারমহরম
15 অগাস্টবৃহস্পতিবারস্বাধীনতা দিবস
19 অগাস্টসোমবাররাখি বন্ধন
26 অগাস্টসোমবারজন্মাষ্টমী
16 সেপ্টেম্বরসোমবারফতেহা দেহাজ দাহাম
2 অক্টোবরবুধবারমহালয়া
2 অক্টোবরবুধবারগান্ধী জয়ন্তী
10 অক্টোবরবৃহস্পতিবারমহাসপ্তমী
11 অক্টোবরশুক্রবারমহাঅষ্টমী ও মহানবমী
13 অক্টোবররবিবারবিজয়া দশমী
16 অক্টোবরবুধবারলক্ষ্মীপুজো
31 অক্টোবরবৃহস্পতিবারকালীপুজো
3 নভেম্বররবিবারভাতৃদ্বিতীয়া
7 নভেম্বরবৃহস্পতিবারছট পুজো
15 নভেম্বরশুক্রবারগুরুনানক জয়ন্তী
25 ডিসেম্বরবুধবারবড়দিন

আগামী বছর বেশ কিছু উৎসব রবিবার পড়ায় সেই দিনের পরিবর্তে অপর দিনে ছুটির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। ফলে খানিক খুশি সরকারি কর্মী মহল। এছাড়া বেশ কিছু ছুটির দিন বিবেচনার পর্যায়ে রয়েছে। যা নিয়ে আপাতত চিন্তাভাবনা চলছে।

পশ্চিমবঙ্গের ছুটির তালিকা 2024 পিডিএফ ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিক করুন 👇👇👇

Download PDF

রাজ্য সরকারি ছুটির তালিকা

Related Articles