এক নজরে
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর। মাধ্যমিক পাশ করলেই এবার সরাসরি হাতে পাবেন পাঁচ হাজার টাকার স্কলারশিপ। বাংলায় প্রচলিত স্কলারশিপ স্কিমগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। পড়ুয়াদের উচ্চশিক্ষায় যাতে আর্থিক প্রতিকূলতা বাধা হয়ে না দাঁড়ায়, সেই উদ্দেশ্যে এই স্কলারশিপ স্কিম চালু হয়েছে। কিছুদিন আগেই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফের চালু করেছে রাজ্য সরকার। অনলাইনে পোর্টাল মারফত আবেদন জানাতে পারবেন ছাত্রছাত্রীরা। স্কলারশিপের আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি- বিস্তারিত ব্যাখ্যা করা হল এই প্রতিবেদনে।
ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)
পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে ‘ওয়েসিস স্কলারশিপ’ (Oasis Scholarship)। তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST), ও ওবিসি (OBC) সম্প্রদায়ভুক্ত পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন জানাতে পারবেন। ওয়েসিস স্কলারশিপে মোট তিন পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়। প্রি-ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক ও স্নাতক স্তরে। বৃত্তির টাকার অঙ্ক সেক্ষেত্রে ভিন্ন হয়। এই স্কলারশিপের আবেদন জানানো যায় www.oasis.gov.in ওয়েবসাইট থেকে। বৃত্তির আবেদন যোগ্যতা, আবেদনের নিয়মাবলী বিস্তারিতভাবে জেনে নিন।
আরও পড়ুনঃ ২০২৩ টেট পরীক্ষায় কত শূন্যপদ?
রাজ্য সরকারের তরফে পরিচালিত ‘ওয়েসিস স্কলারশিপে’ আবেদন জানাতে হলে সেই পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পড়ুয়াকে SC/ST/OBC সম্প্রদায়ভুক্ত হতে হবে। পড়ুয়ার পারিবারিক বাৎসরিক আয় হতে হবে ২ লক্ষ টাকার কম। স্কলারশিপের টাকা পাওয়ার জন্য পড়ুয়ার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আবেদন জানানোর সময় সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে।
আবেদন পদ্ধতি
➡ ওয়েসিস স্কলারশিপে আবেদন জানাতে হলে আবেদনকারী পড়ুয়াকে www.oasis.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
➡ সাইটে থাকা ‘স্টুডেন্ট রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করে জেলার নাম সিলেক্ট করতে হবে ও সাবমিট করতে হবে।
➡ এরপর কাস্ট সার্টিফিকেট নম্বর-সহ যে যে তথ্য গুলি চাওয়া হয়েছে, সেগুলি পূরণ করতে হবে।
➡ ব্যাক্তিগত পূরণ করতে হবে, কোর্স সম্পর্কিত তথ্য দিতে হবে ও প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
➡ সমস্ত ধাপ পূরণ করা হলে ‘Save & Proceed’ অপশনে ক্লিক করতে হবে। যে অ্যাপ্লিকেশন আইডিটি পাবেন, তা দিয়ে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
◉ কাস্ট সার্টিফিকেট
◉ পারিবারিক আয়ের সার্টিফিকেট
◉ জন্ম প্রমাণপত্র
◉ আধার কার্ড
◉ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিট
◉ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ইত্যাদি।
স্কলারশিপে আবেদন জানানোর সময় যাবতীয় নিয়মাবলী ভালো করে পড়ে নেবেন। এছাড়া স্কলারশিপ সম্পর্কিত যে কোনো তথ্য পাবেন www.oasis.gov.in থেকে।