পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আনছে রাজ্য সরকার। সেই পথেই ফের একধাপ এগিয়ে সম্প্রতি নয়া নিয়ম জারি করল স্কুল শিক্ষা দফতর। রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য জারি করা হয়েছে নতুন নিয়ম। এই নিয়ম মানতে হবে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবক দের। বিজ্ঞপ্তি প্রকাশের পরেই গাইডলাইন আকারে নিয়মাবলী পাঠানো হয়েছে সমস্ত স্কুলগুলিতে।
শিক্ষা দফতরের তরফে যে নির্দেশিকা প্রকাশ হয়েছে,সেখানে প্রতিটি ক্লাসে ভর্তির বয়স স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। শিক্ষা দফতর জানিয়েছে পড়ুয়ার বয়স অন্ততপক্ষে ছয় বছর হলে তবেই সে ক্লাস ওয়ানে ভর্তি হতে পারবে। ন্যুনতম সাত বছর বয়স হলে সে ভর্তি হতে পারবে ক্লাস টু তে। একই ভাবে চতুর্থ শ্রেণীতে ভর্তির বয়স হতে হবে ১০ বছরের কম অথচ ন্যুনতম ৯ বছর, পঞ্চম শ্রেণীতে ভর্তির বয়স হতে হবে অন্ততঃ ১০ বছর। কোনো পড়ুয়া ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাইলে তাঁর বয়স হতে হবে ১১ বছর, সপ্তম শ্রেণীর পড়ুয়ার বয়স হতে হবে ১২ বছর আর অষ্টম শ্রেণীর পড়ুয়ার বয়স হতে হবে ১৪ বছরের কম, অন্ততঃ ১৩ বছর বয়স।
আরও পড়ুনঃ প্রাইমারি স্কুলে ভর্তির ক্ষেত্রে আসছে বেশকিছু পরিবর্তন
পড়ুয়াদের ভর্তির বয়স সংক্রান্ত তথ্য ছাড়াও লটারি নিয়ে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। কোনো পড়ুয়াদের বছর যাতে নষ্ট না হয় সেদিকে কড়া হচ্ছে রাজ্য সরকার। লটারি মারফত পড়ুয়ার ভর্তি নিশ্চিত না হলে ৩১ জানুয়ারির মধ্যে বিদ্যালয় পরিদর্শন আধিকারিকরা তাঁদের ভর্তির দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে। এছাড়া স্কুলের ড্রপ আউট আটকাতেও পদক্ষেপ নিচ্ছে সরকার। পাশাপাশি, পূর্ব সিদ্ধান্ত অনুসারে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য সরকার পোষিত স্কুলে ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।