পুলিশের একগুচ্ছ শূন্যপদে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে। ধাপে ধাপে এই নিয়োগ কর্মসূচি সারছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আগামীকাল ৩ ডিসেম্বর আয়োজিত হবে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের চূড়ান্ত পরীক্ষাটি। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা তার প্রস্তুতি নিচ্ছেন জোরকদমে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমিনারী পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। যার PET এবং PMT পরীক্ষা আয়োজিত হবে আগামী ১৮ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে। এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য ‘Exam Bangla’ পাবলিকেশনের তরফে প্রকাশ করা হয়েছে ‘Constable Main Advance Mock Fighter’ বইটি। এই বইটি কনস্টেবল পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য শ্রেষ্ঠ বই। পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করার জন্য বইটি চাকরিপ্রার্থীদের কাছে ব্রহ্মাস্ত্র। বইটির অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল আসবেই। ইতোমধ্যে কলকাতা পুলিশ মেন পরীক্ষার সমস্ত পরীক্ষার্থী এই বইটি সংগ্রহ করেছেন।
✅ ‘Constable Main Advance Mock Fighter’ বইটি কেন ভালো?
➲ বইটি নতুন সিলেবাস ফলো করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে।
➲ বইটিতে থাকা প্রতিটি সেট তেরি করা হয়েছে Latest Question Pattern অনুযায়ী।
➲ বইটি অত্যন্ত সহজ ভাষায় লিখিত যা সেল্ফ স্টাডির জন্য আদর্শ ও উপযুক্ত।
➲ বইটিতে অঙ্কের সমাধানগুলি প্রয়োজনীয় শর্ট মেথডে করা হয়েছে।
➲ বইটিতে প্রতিটি বিষয়ের উপর রাখা হয়েছে ১০ টি করে স্পিড টেস্ট।
➲ বইটিতে প্রতিটি বিষয়ের প্রোইটি অধ্যায় অত্যন্ত স্বচ্ছ ভাবে ব্যাখ্যা করা হয়েছে।
➲ বইটি অনুশীলন করলে চাকরিপ্রার্থীরা পেয়ে যাবেন বিগত বছরের প্রশ্নোত্তর ও Latest Current Affairs।
➲ এছাড়া, বইটির সঙ্গে পাবেন ফ্রি ওএমআর বুকলেট। নতুন সিলেবাস অনুযায়ী লিখিত এই বইটির সঠিকভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল আসবেই।
প্রসঙ্গত, ‘Exam Bangla’ প্রকাশনা সংস্থার তরফে প্রকাশিত অপর একটি বই ‘Constable & SI 2 in 1 Suggestion’ চাকরিপ্রার্থীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। বইটি থেকে প্রিলিমিনারি পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন এসেছে। ‘কনস্টেবল মেন অ্যাডভান্সড মক ফাইটার’ বইটি থেকেও পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। অতএব পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করার জন্য অবশ্যই সংগ্রহ করুন Exam Bangla পাবলিকেশনের ‘কনস্টেবল মেন অ্যাডভান্সড মক ফাইটার’ বইটি।
প্রসঙ্গত, গতকাল পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আগামী ১৮ তারিখ অনুষ্ঠিত হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) ও ফিজিক্যাল মেসারমেন্ট টেস্ট (PMT)। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা প্রার্থীরা উক্ত পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখুন ‘Exam Bangla’-র ওয়েবসাইটে।
পুলিশ পরীক্ষার সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল।