গোটা দেশজুড়ে চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। 5 হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ভারতীয় স্টেট ব্যাংকে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্টেট ব্যাংকের শাখা গুলিতে এই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গেও শূন্যপদ রয়েছে। যেকোন ভারতীয় নাগরিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন। State Bank of India Clerk Recruitment.
পদের নাম- জুনিয়ার অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট এন্ড সেলস)। এটি হলো একটি ক্লারিক্যাল পোস্ট।
মোট শূন্যপদ- 5000 টি।
Category wise vacancy
- UR- 2151
- SC- 726
- ST- 440
- OBC- 1195
- EWS- 488
রাজ্য ভিত্তিক শূন্য পদ: গুজরাট- 902 টি, কর্ণাটক- 400 টি, মধ্যপ্রদেশ- 78 টি, ছত্রিশগড়- 120 টি, পশ্চিমবঙ্গ- 273 টি, আন্দামান এবং নিকোবর- 15 টি, সিকিম- 12 টি, ওড়িশা- 75 টি, জুম্মু ও কাশ্মীর- 12 টি, লাদাখ- 8 টি, হিমাচল প্রদেশ- 180 টি, চন্ডিগড়- 15 টি, পাঞ্জাব- 295 টি, তামিলনাডু- 473 টি, পন্ডিচেরি- 2 টি, দিল্লি- 80 টি, উত্তরাখণ্ড- 70 টি, হরিয়ানা- 110 টি, তেলেঙ্গানা- 275 টি, রাজস্থান- 175 টি, কেরালা- 97 টি, লাক্ষাদ্বীপ- 3 টি, উত্তর প্রদেশ- 350 টি, মহারাষ্ট্র- 640 টি, গোয়া- 10 টি, আসাম- 149 টি, অরুণাচল প্রদেশ- 15 টি, মনিপুর- 18 টি, মেঘালয়- 14 টি, মিজোরাম- 20 টি, নাগাল্যান্ড- 10 টি, ত্রিপুরা- 19 টি।
কাশ্মীর উপত্যকা- 40 টি, লে ও কারগিল উপত্যকা- 15 টি, দিবাং ও তাওয়াং উপত্যকা- 10 টি, তুরা- 10 টি, মুকোকচুং- 10 টি।
আরও পড়ুন: রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
আজকের পোষ্টে কেবল পশ্চিমবঙ্গের শূন্যপদ নিয়ে আলোচনা করা হবে। কারণ এই পদগুলিতে আবেদন করতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট রাজ্য বা অঞ্চলের আঞ্চলিক ভাষা জানা বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে বাংলা অথবা নেপালি ভাষা জেনে থাকতে হবে।
West Bengal Vacancy
গোটা দেশজুড়ে 5000 শূন্য পদের মধ্যে পশ্চিমবঙ্গের মোট শূন্যপদ 273 টি।
Category wise vacancy (WB)
- UR- 111
- SC- 62
- ST- 13
- OBC- 60
- EWS- 27
বয়স সীমা- ভারতীয় স্টেট ব্যাঙ্ক কর্তৃক প্রকাশিত এই ক্লারিক্যাল পোস্টে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 এপ্রিল, 2021 তারিখের হিসেবে। অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখ 2 এপ্রিল, 1993 থেকে 1 এপ্রিল, 2001 তারিখের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC/ ST/ OBC/ PWD/ Ex-servicemen) সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে চাকরি
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ। যেসব প্রার্থীরা অন্তিম বর্ষ কিংবা অন্তিম সেমিস্টারে পাঠরত তারাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অন্তিম বর্ষ কিংবা অন্তিম সেমিস্টারে পাঠরত আবেদনকারীরা অন্তিম পর্যায়ে নির্বাচিত হলে 16 আগস্ট, 2021 তারিখের মধ্যে গ্রাজুয়েশন পাশ সম্পূর্ণ হয়ে থাকতে হবে।
বেতনক্রম- শুরুতে প্রতি মাসে মূল বেতন 19,900/- টাকা সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে হাতে বেতন পাবেন প্রায় 29 হাজার টাকা।
আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers
পাশাপাশি এই ওয়েবসাইট থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটিও ডাউনলোড করতে পারবেন। উপরোক্ত ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে আবেদন ফি অনলাইনে জমা করতে হবে। আবেদন ফি জমা দেওয়া হলে লগইন করে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে 20 মে, 2021 তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীর ফটো, সিগনেচার, বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ, নিজের হাতে লেখা ডিক্লারেশন (ইংরেজিতে লিখতে হবে) স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো হতে হবে 20- 50 KB -এর মধ্যে, সিগনেচার 10- 20 KB -এর মধ্যে, বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ 20- 50 KB -এর মধ্যে, নিজের হাতে লেখা ডিক্লারেশন 50- 100 KB -এর মধ্যে হতে হবে।
আবেদন ফি- অনলাইনে আবেদন করার জন্য UR/ OBC/ EWS শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে Rs. 750/- টাকা। SC/ ST/ PWD/ XS/ DXC শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না। আবেদন ফি জমা দেওয়া যাবে Debit card/ Credit card/ Net Banking -এর মাধ্যমে।
পরীক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রাজ্যের বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে। যে শহরগুলিতে পরীক্ষাকেন্দ্র থাকবে সেগুলি হল- আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি।
আরও পড়ুন: স্কুলে ক্লার্ক, গ্রূপ-ডি ও শিক্ষক নিয়োগ
নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে।
1. Preliminary Exam.
2. Main Exam
3. Local Language Test
Preliminary Exam Syllabus-
- English language- 30 Marks
- Numerical Ability- 35 Marks
- Reasoning Ability- 35 Marks
আরও পড়ুন: ভারতীয় রেলে ট্রেনিং -এর জন্য আবেদন করুন
Total Questions- 100
Duration- 1 Hour
Negative Marking- 1/4th or 0.25 Mark
Main exam Syllabus-
- General/ Financial Awareness- 50 Marks
- General English- 40 Marks
- Quantitative Aptitude- 50 Marks
- Reasoning Ability & Computer Aptitude- 50 Marks
Total Questions- 190
Duration- 2 Hr. 40 min.
Negative Marking- 1/4th or 0.25 Mark