অন্যান্য খবর

রাজ্যের মহিলাদের এবার থেকে পেনশন দেবেন মুখ্যমন্ত্রী! সারাজীবন ধরে অ্যাকাউন্টে ঢুকবে টাকা

রাজ্যের মহিলাদের জন্য ইতিমধ্যেই বিভিন্ন প্রকার সামাজিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। নিয়ম মাফিক প্রতি বছর সেই সব প্রকল্পে ব্যয় হচ্ছে কয়েকশ কোটি টাকা। এবার রাজ্যের সমস্ত মহিলাদের আজীবন পেনশন দেবে রাজ্য সরকার। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ খুশির খবর। বছর শেষের পর্বে দুর্দান্ত সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার থেকে বাংলার সমস্ত মহিলারা পাবেন পেনশনের সুবিধা। এই পেনশন দেওয়া হবে সরকারি তরফে। মহিলা নাগরিক তাঁর সারাজীবন ধরেই পেনশনের সুবিধা লাভ করবেন। সম্প্রতি এমনই এক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যা শোনার পর থেকেই মুখে হাসি ফুটেছে মহিলাদের। কিভাবে আবেদন জানাবেন পেনশনের জন্য? কী কী ডকুমেন্ট লাগবে? আবেদন পদ্ধতিই বা কী? আসুন জেনে নেওয়া যাক সে বিষয়ে বিস্তারিত।

রাজ্যের মহিলাদের জন্য একটি সামাজিক প্রকল্প হিসেবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের উদ্দেশ্য হলো, মহিলাদের প্রতি মাসে আয়ের পথ নিশ্চিত করা। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে আওতাভুক্ত মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে অর্থ সাহায্য পাঠায় সরকার। অল্প কয়েক দিনেই জনপ্রিয় এই প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে চলতে চান মুখ্যমন্ত্রী। সম্প্রতি বানারহাট থেকে তিনি ঘোষণা করেন, একজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একবার আওতাভুক্ত হলে সারাজীবনে তাঁর অ্যাপ্লিকেশন ক্যানসেল হবে না। অর্থাৎ মহিলা আবেদনকারী তাঁর সারাজীবন ধরেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অর্থ সাহায্য পাবেন পেনশনের আকারে।

আরও পড়ুনঃ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে চালু হল নতুন নিয়ম

রাজ্যের মহিলাদের এবার থেকে পেনশন দেবেন মুখ্যমন্ত্রী

সরকারি সিদ্ধান্ত মতো ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে নাম নথিভুক্ত করতে আর দুয়ারে সরকার শিবিরের অপেক্ষা করতে হবে না মহিলাদের। সারা বছরই এই প্রকল্পের আবেদন জমা করা যাবে। একটি পরিসংখ্যান বলছে, শেষ দুয়ারে সরকারে রাজ্যের ৯.৫ লক্ষ মহিলা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে আবেদন জানিয়েছিলেন। এখনও পর্যন্ত সর্বমোট ২ কোটির কাছাকাছি মহিলা প্রতিমাসে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পান। আগামীদিনে এই সংখ্যাটি আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।

রাজ্যের মহিলাদের এবার থেকে পেনশন দেবেন মুখ্যমন্ত্রী

Related Articles