ভারতীয় রেলের দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1074 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক, আইটিআই পাশ, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে 23 জুলাই, 2021 তারিখ পর্যন্ত। নিয়োগ করা হবে Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL) -এ, DFCCIL হলো কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে এই পদগুলিতে আবেদন করতে পারবেন। DFCCIL Job News,
Post: Junior Manager
Scale Pay: Rs. 50,000-1,60,000 (IDA Pay Scale) (E-2)
পদের নাম- জুনিয়র ম্যানেজার (সিভিল)
পোস্ট কোড- 11
মোট শূন্যপদ- 31 টি (UR- 14, SC- 4, ST- 2, OBC-NCL- 8, EWS- 3)
শিক্ষাগত যোগ্যতা- 60% নাম্বার সহ সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলার ডিগ্রি।
পদের নাম- জুনিয়র ম্যানেজার (Operation & BD)
পোস্ট কোড- 12
মোট শূন্যপদ- 77 টি (UR- 34, SC- 11, ST- 5, OBC-NCL- 20, EWS- 7)
শিক্ষাগত যোগ্যতা- 60% নাম্বার সহ মার্কেটিং/ বিজনেস অপারেশন/ কাস্টমার রিলেশন/ ফিনান্সে 2 বছরের MBA/ PGDBA/ PGDBM/ PGDM ডিগ্রী।
আরও পড়ুন: ৫ হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগ
পদের নাম- জুনিয়র ম্যানেজার (মেকানিক্যাল)
পোস্ট কোড- 13
মোট শূন্যপদ- 3 টি (UR- 3)
শিক্ষাগত যোগ্যতা- 60% নাম্বার সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/ ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং/ ইন্সট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং -এ ব্যাচেলর ডিগ্রী।
Post : Executive
Scale Pay: Rs. 30,000-1,20,000 (IDA Pay Scale) (E-0)
পদের নাম- এক্সিকিউটিভ (সিভিল)
পোস্ট কোড- 21
মোট শূন্যপদ- 73 টি ( UR- 32, SC- 11, ST- 8, OBC-NCL- 16, EWS- 6)
শিক্ষাগত যোগ্যতা- 60% নাম্বার সহ সিভিল ইঞ্জিনিয়ারিং -এর ট্রান্সপোর্টেশন/ কনস্ট্রাকশন টেকনোলজি/ পাবলিক হেল্থ/ ওয়াটার রিসোর্স -এ 3 বছরের ডিপ্লোমা।
পদের নাম- এক্সিকিউটিভ (ইলেকট্রিক্যাল)
পোস্ট কোড- 22
মোট শূন্যপদ- 42 টি (UR- 16, SC- 6, ST- 4, OBC-NCL- 12, EWS- 4)
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে 60% ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ পাওয়ার সাপ্লাই/ ইন্সট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল/ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক ইন্সট্রুমেন্টেশন/ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স/ ডিজিটাল ইলেকট্রনিক্স/ পাওয়ার ইলেকট্রনিক্স -এ 3 বছরের ডিপ্লোমা।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে রাজ্যে কর্মী নিয়োগ
পদের নাম- এক্সিকিউটিভ (সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন)
পোস্ট কোড- 23
মোট শূন্যপদ- 87 টি (UR- 35, SC- 12, ST- 8, OBC-NCL- 24, EWS- 8)
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে 60% নাম্বার সহ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ মাইক্রোপ্রসেসার/ টিভি ইঞ্জিনিয়ারিং/ ফাইবার অপটিক কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ কমিউনিকেশন/ সাউন্ড এন্ড টিভি ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল/ ইলেকট্রনিক্স ইন্সট্রুমেন্টেশন/ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স/ ডিজিটাল ইলেকট্রনিক্স/ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স/ ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ কম্পিউটার টেকনোলজি -তে 3 বছরের ডিপ্লোমা।
পদের নাম- এক্সিকিউটিভ (Operation & BD)
পোস্ট কোড- 24
মোট শূন্যপদ- 237 টি ( UR- 96, SC- 36, ST- 17, OBC-NCL- 65, EWS- 23)
শিক্ষাগত যোগ্যতা- 60% নাম্বার সহ গ্রাজুয়েশন পাশ।
পদের নাম- এক্সিকিউটিভ (মেকানিক্যাল)
পোস্ট কোড- 25
মোট শূন্যপদ- 3 টি (UR- 3)
শিক্ষাগত যোগ্যতা- 60% নাম্বার সহ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ ম্যানুফ্যাকচারিং/ মেকাট্রনিক্স/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল/ ইন্সট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং -এ 3 বছরের ডিপ্লোমা।
Post : Junior Executive
Scale Pay: Rs. 25,000-68,000 (IDA Pay Scale) (N-5)
পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ ( ইলেকট্রিক্যাল)
পোস্ট কোড- 31
মোট শূন্যপদ- 135 টি ( UR- 57, SC- 22, ST- 11, OBC-NCL- 34, EWS- 11)
শিক্ষাগত যোগ্যতা- 60% নাম্বার সহ মাধ্যমিক পাশ। সঙ্গে SCVT/ NCVT দ্বারা অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিশিয়ান/ ওয়ারম্যান/ ইলেকট্রনিক্স -এ 2 বছরের Apprenticeship/ ITI কোর্স 60% নাম্বার সহ।
পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ (সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন)
পোস্ট কোড- 32
মোট শূন্যপদ- 147 টি (UR- 62, SC- 23, ST- 12, OBC-NCL- 37, EWS- 13)
শিক্ষাগত যোগ্যতা- 60% নাম্বার সহ মাধ্যমিক পাশ। সঙ্গে SCVT/ NCVT দ্বারা অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স/ কমিউনিকেশন/ আই টি/ টিভি অ্যান্ড রেডিও/ ইলেকট্রনিক ইন্সট্রুমেন্টেশন/ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স/ কম্পিউটার নেটওয়ার্কিং/ ডাটা নেটওয়ার্কিং -এ 2 বছরের Apprenticeship/ ITI কোর্স 60% নাম্বার সহ।
পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ (Operation & BD)
পোস্ট কোড- 33
মোট শূন্যপদ- 225 টি।
শিক্ষাগত যোগ্যতা- 60% নাম্বার সহ মাধ্যমিক পাস সঙ্গে আই.টি.আই অথবা যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ।
পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ (মেকানিক্যাল)
পোস্ট কোড- 34
মোট শূন্যপদ- 14 টি ( UR- 8, SC- 1, ST- 1, OBC-NCL- 3, EWS- 1)
শিক্ষাগত যোগ্যতা- 60% নাম্বার সহ মাধ্যমিক পাশ। এবং 60% নাম্বার সহ SCVT/ NCVT দ্বারা অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে ফিটার/ ইলেকট্রিশিয়ান/ মোটর মেকানিক/ ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন – 2 বছরের কোর্স।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে চাকরি
বয়স সীমা-
- Jr. Manager: 18- 27 years
- Executive: 18- 30 years
- Jr. Executive: 18- 30 years
সবক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি- প্রতিটি পদের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি ভিন্ন। কোন পদের ক্ষেত্রে ইন্টারভিউ আছে, আবার কোন পদের ক্ষেত্রে ইন্টারভিউ নেই। সবগুলি পদের নিয়োগ পদ্ধতি নিজে ছক আকারে দেওয়া হল। অধিকাংশ পদগুলির ক্ষেত্রে প্রথমে Computer Based Test => Documents Verification => Interview => Medical Test.
পরীক্ষা কেন্দ্র- ভারতবর্ষের বড় শহরগুলিতে Computer Based test -এর পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই পরীক্ষার জন্য দেশজুড়ে যে পরীক্ষা কেন্দ্র গুলি রয়েছে সেগুলি হল- Patna, Ahmedabad, Guwahati, Varanasi, Bhubaneswar, Chennai, Delhi/ NCR, Jaipur, Lucknow, Mumbai, Kolkata, Bengaluru, Hyderabad, Nagpur, Bhopal, Vishakapatnam, Ranchi, Raipur, Pune, Thiruvananthapuram and Chandigarh/ Mohali. অনলাইনে আবেদন করার সময় পরীক্ষার্থীরা এর মধ্য থেকে সর্বোচ্চ তিনটি পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। www.dfccil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা ভাবে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ 23 জুলাই, 2021।
আবেদন ফি-
- Junior Manager- Rs. 1000/-
- Executive- Rs. 900/-
- Jr. Executive- Rs. 700/-
পদ অনুযায়ী উল্লিখিত আবেদন ফি কেবল UR/ OBC/ EWS প্রার্থীদের জমা দিতে হবে। SC/ ST/ PWD/ Ex-servicemen প্রার্থীদের কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না।