Clerkship Preparation

WBPSC Clerkship Practice Set 2023 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২১

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ক্লার্কশিপ নিয়োগ ২০২৩ -এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষার্থীরা দেখে নিন আজকের প্র্যাকটিস সেটের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি।

Advertisement

WBPSC Clerkship Practice Set 2023: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBPSC Clerkship Practice Set in Bengali

WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Clerkship Practice Set 21

1. ‘দিল্লি সুলতানীর রক্ষক’ -কাকে বলা হয়?

[A] কুতুবউদ্দিন আইবক
[B] নাসির উদ্দিন মাহমুদ
[C] ইলতুৎমিস
[D] গিয়াসুদ্দিন বলবন

উত্তরঃ [D] গিয়াসুদ্দিন বলবন

2. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

[A] বাবর ও হিমু
[B] আকবর ও রানা প্রতাপ
[C] আকবর ও রানা সংগ্রাম সিং
[D] বাবর ও রানা সঙ্গ

উত্তরঃ [D] বাবর ও রানা সঙ্গ

🟢 Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন।

WBPSC Clerkship Practice Set 2023

3. দিল্লি ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল?

[A] 1915
[B] 1916
[C] 1912
[D] 1913

উত্তরঃ [C] 1912

4. ভারত মহাসাগরের অবস্থিত ক্ষুদ্রতম দ্বীপময় দেশটি হলো-

[A] মরিশাস
[B] মায়ানমার
[C] ইন্দোনেশিয়া
[D] মালদ্বীপ

উত্তরঃ [D] মালদ্বীপ

আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দেখে নিন

WBPSC Clerkship Practice Set 2023

5. রাজস্থান ক্যানেল (ইন্দিরা গান্ধী) এর উৎস কোন নদী?

[A] যমুনা
[B] চম্বল
[C] রাভী
[D] শতদ্রু ও বিপাশা

উত্তরঃ[D] শতদ্রু ও বিপাশা

আরও পড়ুনঃ ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২০

6. রাজ্যসভার সদস্যগণ কত বছরের জন্য নিযুক্ত হন?

[A] 5 বছর
[B] 6 বছর
[C] 7 বছর
[D] 4 বছর

উত্তরঃ [A] 5 বছর

7. ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?

[A] নরম্যান-ই-বোরলগ
[B] এম এস স্বামীনাথন
[C] গ্যারি বেকার
[D] ড: পি এম বর্মা

উত্তরঃ [B] এম এস স্বামীনাথন

8. ভারতে হীরের খনি কোথায় অবস্থিত?

[A] উত্তর প্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] অন্ধ্রপ্রদেশ
[D] বিহার

উত্তরঃ [B] মধ্যপ্রদেশ

9.রেড ডাটা বুক কে প্রকাশ করেন?

[A] IUCN
[B] WWF
[C] IBWL
[D] এদের কেউ নন

উত্তরঃ [A] IUCN

10. কোষের শক্তিঘর কাকে বলা হয়?

[A] গলগি বডি
[B] রাইবোজোম
[C] মাইটোকনড্রিয়া
[D] লাইসোজোম

উত্তরঃ [C] মাইটোকনড্রিয়া

🟢 Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন।

WBPSC Clerkship Practice Set 2023

Related Articles