পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনকারীদের জন্য বিরাট ধাক্কা। সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছিল, ডিসেম্বর ও জানুয়ারিতে তাঁরা বৃহত্তর আন্দোলন কর্মসূচীর পথে হাঁটবেন। সেই মতো প্রতিবাদ সভা, মিছিল ও ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারীরা। তাঁদের পরিকল্পনা ছিল, আগামী ১৯ থেকে ২২ ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে সভার আয়োজন করা হবে। সেইমতো হাইকোর্টের নিকট আবেদন জানান আন্দোলনকারীরা। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না উচ্চ আদালত। বরং আবেদন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।
সংগ্রামী যৌথ মঞ্চের আবেদন নিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর বক্তব্য, আন্দোলনকারীরা যে স্থানে সভা করার অনুমতি চাইছেন তা অত্যন্ত কর্মব্যস্ত এলাকা। নবান্ন বাসস্ট্যান্ডের মতো জায়গায় সভা করে পথরোধ করলে অসুবিধা হবে সাধারণ মানুষদের। তাই এই আবেদন গ্রহণ করা সম্ভব নয়। রাজ্যের ডিএ আন্দোলনকারীরা যে ময়দানে বসে প্রতিবাদ করছেন তাতে সায় রয়েছে হাইকোর্টের। কিন্তু কর্মব্যস্ত এলাকায় সভা করার অনুমতি দেওয়া কার্যতই সমস্যার বলে উল্লেখ করেছে হাইকোর্ট। যদিও বিচারপতি জয় সেনগুপ্ত শেষ পর্যন্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বলে জানা যাচ্ছে। আগামী সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুনঃ জানুয়ারি মাসের শুরুতেই ছুটি থাকবে একটানা
কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বর্তমানে কিছুটা হতাশ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মীরা। ১৯ থেকে ২২ ডিসেম্বর চারদিনব্যাপী যে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, সেই কর্মসূচি এবার কোন পথে এগোবে তা এখন বিবেচনাধীন বিষয়। যদিও, আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ডিএ আন্দোলন চলবেই। এদিকে, কেবল ডিসেম্বর নয় জানুয়ারি মাসেও প্রতিবাদ চলবে সংগ্রামী যৌথ মঞ্চের। জানুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে মহা মিছিল হাঁটবে শহর কলকাতার পথ ধরে। শিয়ালদা, হাওড়া, হাজরা মোড়ে মিছিলে হাঁটবেন শত শত সরকারি কর্মীরা। পাশাপাশি, নতুন বছরে ধর্মঘট ডাকবে সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারী দের হুঁশিয়ারি, রাজ্যের ডিএ আন্দোলনের আঁচ ক্রমশ বাড়বে।