পশ্চিমবঙ্গের বেকার সমস্যা দূরীকরণে নতুন করে ভাবছে রাজ্য সরকার। আর তাই কর্মসংস্থান বৃদ্ধি করতে নিত্যনতুন প্রকল্পের সূচনা করা হচ্ছে। অতি সম্প্রতি একটি নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পটির নাম ‘কর্মদিশা প্রকল্প’। এই প্রকল্পে বেকার যুবক-যুবতীদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ে পাশ করলে নানান সংস্থায় চাকরি পাবেন তাঁরা। আসুন এই কর্মদিশা প্রকল্পের বিষয়ে জেনে নেওয়া যাক।
অতীতে ছেলে মেয়েদের চাকরির যোগ্য করে তুলতে ‘স্কিল ডেভেলপমেন্ট’ ট্রেনিং চালু করেছিল রাজ্য সরকার। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বহু যুবক যুবতীরা চাকরি পেয়েছেন। আর এবার নতুন প্রকল্প ‘আমার কর্মদিশা’ চালু করা হয়েছে। এই প্রকল্পের সূচনা হয়েছে রাজ্যের কারিগরী শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে। এই প্রকল্পে অংশ নেওয়া ছেলমেয়েরা নিজেদের পছন্দের পেশা বেছে নিতে পারবেন মোবাইল অ্যাপ থেকে। তারপর তাঁরা বড় বড় সংস্থায় ট্রেনিং নেবেন। তাঁদের রাজ্যের বিভিন্ন সংস্থায় ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। একটি সংস্থায় কাজ পাওয়ার জন্য যে যে দক্ষতা দরকার তা শেখানো হবে তাঁদের। ঠিকঠাক ট্রেনিং হলে পরে চাকরিতে যুক্ত হতে পারবেন তাঁরা।
আরও পড়ুনঃ কলকাতা পুলিশের ২২৬৬ শূন্যপদে নিয়োগ শীঘ্রই
রাজ্য সরকারের ‘কর্মদিশা’ নামক প্রকল্পে আবেদন জানাতে পারবেন ১৫ থেকে ৪৫ বছরের যে কোনো নাগরিক। তবে তাঁকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত হবে এই ক্যাম্প। তাই প্রকল্পের সুবিধা পেতে ভিজিট করুন আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে।