অন্যান্য খবর

দারুণ সুখবর! ১০% হারে ডিএ বাড়ল সরকারি কর্মীদের, জারি হল অফিসিয়াল নোটিফিকেশন

বছরের শুরুতেই সুখবর পেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বেশ কিছুটা ডিএ বৃদ্ধি পেল মুখ্যমন্ত্রীর ঘোষণার পর। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

দারুণ খুশির খবর পেলেন সরকারি কর্মীরা। বছরের শুরুতেই ১০% হারে ডিএ বাড়বে তাঁদের। এদিন বৃহস্পতিবার রাজ্য সরকারের অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট হল সে কথা। এই বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই। বর্ধিত হারের পর তাহলে মোট কত শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা? আসুন দেখে নেওয়া যাক।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে রাজ্য সরকারের পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত কর্মীরা বর্ধিত হারে ডিএ পাবেন। উল্লেখ্য রাজ্যে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশন লাগু আছে। পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত কর্মীরা এতদিন যাবৎ ১৪১ শতাংশ হারে ডিএ পেতেন। বর্ধিত হারের পর এবার এই কর্মীরা ১৫১ শতাংশ হারে ডিএ পাবেন। একই সঙ্গে পঞ্চম বেতন কমিশনের অন্তর্ভুক্ত অবসর প্রাপ্ত কর্মীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ল ১০% হারে।

ডিএ বাড়ল সরকারি কর্মীদের

আরও পড়ুনঃ কোলগেট স্কলারশিপে আবেদন শুরু হল

ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত কর্মীদের মহার্ঘ ভাতা ৪% বাড়ানোর কথা আগেই বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এতে খুশি নন ষষ্ঠ বেতন কমিশনের অন্তর্ভুক্ত কর্মীরা। এই নিয়ে চলছে লাগাতার আন্দোলন, সুপ্রিম কোর্টে চলছে মামলা। এহেন পরিস্থিতিতে পঞ্চম বেতন কমিশনের অন্তর্ভুক্ত কর্মীদের ডিএ বাড়িয়ে রাজ্যের ডিএ আন্দোলনকারীদের কি বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাই ভাবছেন বিশেষজ্ঞ মহল।

ডিএ বাড়ল সরকারি কর্মীদের

Related Articles