চাকরির খবর

Panchayet Recruitment 2024: ৭ হাজার শূন্যপদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দীর্ঘদিনের অপেক্ষার শেষে রাজ্যের পঞ্চায়েত স্তরের শূন্যপদগুলিতে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। সংশ্লিষ্ট নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাবে শীঘ্রই। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। অবশেষে দীর্ঘদিন ধরে চলা আলোচনা বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। এমনই খবর মিলল রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর। এদিন বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর জানা যাচ্ছে যে, রাজ্যের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে প্রায় ৭ হাজার শূন্যপদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

রাজ্যের সরকারি ক্ষেত্রে শূন্যপদের যে পরিসংখ্যান ইতিমধ্যে পাওয়া গিয়েছে তা প্রায় ৩ লক্ষের বেশি। লোকসভা ভোটের প্রাক্কালে সেই বিপুল পরিমাণ শূন্যপদ পূরণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে রাজ্য সরকার। এর আগে বেশ কিছুদিন ধরে রাজ্যের পঞ্চায়েত স্তরের শূন্য পদগুলিতে কর্মী নিয়োগের খবর পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার আয়োজিত বৈঠকে সেই নিয়োগের অফিসিয়াল সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত একটি নিউজ পোর্টালের খবর অনুযায়ী প্রাথমিকভাবে ৭,২১৬ শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে শীঘ্রই। মন্ত্রীসভার বৈঠকের পর এই নিয়োগে তৎপরতা দেখাচ্ছে রাজ্যের নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাবে।

৭ হাজার শূন্যপদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা

আরও পড়ুনঃ ২২৫০ শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল

বিশেষজ্ঞ মহলের মতে ফেব্রুয়ারি মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর শুরু হবে অনলাইনে আবেদন। অনুমান করা যায় যে, যেহেতু এপ্রিল মাস নাগাদ লোকসভার ভোট হবে সেক্ষেত্রে লোকসভা ভোটের পরেই এই ৭,২১৬ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে আবেদন জমা করার শেষে লোকসভা ভোটের পর পর এই নিয়োগের পরীক্ষা আয়োজন করতে পারে রাজ্য সরকার। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার জন্য হাতে লম্বা সময় পাবেন। সব মিলিয়ে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর নিয়ে এল। মন্ত্রিসভার অনুমোদনের পর এখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের আশায় রয়েছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।

৭ হাজার শূন্যপদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা

Related Articles