কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 28 জানুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

রাজ্যের বিভিন্ন স্তরের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication -এর তরফ থেকে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হচ্ছে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন আজকের প্রতিবেদনে।

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 28 জানুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. ইন্ডিয়ান আর্মি জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে চালু করল — India Selfie Point

2. ভারতের দ্বিতীয় VLF Communication Station তৈরি করা হচ্ছে — তেলেঙ্গানা রাজ্যে

3. পরপর দুই বছর জনসংখ্যা হ্রাস ঘটলো — চীন দেশে

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

4. সম্প্রতি GI Tag পেল — অরুণাচল প্রদেশের মোনপা হ্যান্ডমেড পেপার

5. ভারত BrahMos সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করবে – ফিলিপিনসে

6. Freedom of the City of London Award পেলেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী – অজিত মিশ্র

7. পদ্মশ্রী পুরস্কারের সম্মানিত হলেন “বড়লোকের বিটি লো” গানের স্রষ্টা শিল্পী — পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রতন কাহার

8. সম্প্রতি Col CK Nayudu Lifetime Achievement Award পেলেন — রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ার

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles