কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 2 ফেব্রুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

রাজ্যের বিভিন্ন স্তরের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication -এর তরফ থেকে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হচ্ছে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন আজকের প্রতিবেদনে।

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 2 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় — ১ ফেব্রুয়ারি

2. দুর্ঘটনা এবং যানজট কমাতে — ‘Sadak Surakhya Force’ লঞ্চ করল পাঞ্জাব

3. 2023 Corruption Index-এ — ভারতের স্থান ৯৩, প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক

4. সম্প্রতি ৯১ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত ইতিহাসবিদ — রাধা চম্পাকালক্ষ্মী

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. Khelo India Winter ম্যাসকট হল — “Sheen- e – She”

6. কমোরোস-এর রাষ্ট্রপতি পুনরায় (চতুর্থ বার) নির্বাচিত হলেন — Azali Assoumani

7.ওড়িশা ফুটবল ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে “Kalinga Super Cup” জিতলো — ইস্ট বেঙ্গল

8.IMF-এর মতে, বর্তমান আর্থিক বছরে ভারতের GDP গ্রোথ হবে — ৬.৭%

9. প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো এলোন মাস্কের — Neuralink কোম্পানি

10. উত্তর প্রদেশ পুলিশের DSP পদে নিযুক্ত হলেন ক্রিকেটার — দীপ্তি শর্মা

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles