কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 3 ফেব্রুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

রাজ্যের বিভিন্ন স্তরের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication -এর তরফ থেকে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হচ্ছে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন আজকের প্রতিবেদনে।

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 3 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় ২ ফেব্রুয়ারি — এবছরের থিম হল ‘Wetlands and Human Wellbeing’

2. Khelo India Youth Games 2024-এ ওভারঅল চ্যাম্পিয়ন হল — মহারাষ্ট্র

3. সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতের তুষার চিতার সংখ্যা — ৭১৮ টি

4. “KASHMIR: Travels in Paradise on Earth” শিরোনামে বই লিখলেন — রমেশ ভট্টাচার্জী

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. Asian Cricket Council-এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন — জয় শাহ

6. মালেশিয়ার নতুন রাজা হিসাবে শপথ নিলেন — সুলতান ইব্রাহিম ইসকান্দার

7. ২০২৪ সালে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করল — তাইওয়ান

8. ২০২৪ জানুয়ারি মাসে মোট GST সংগ্রহের পরিমাণ — ১.৭২ লক্ষ কোটি টাকা

9. উত্তর প্রদেশ সরকার প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু করবে — অযোধ্যায়

10. ঝাড়খন্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন — চম্পই সোরেন

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles