প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 15 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. আসামের জাতীয় ফলের মর্যাদা পেল — Kaji Nemu (Citrus limon)
2. অ্যাগ্রোফরেস্ট্রি ডেভেলপমেন্ট এর জন্য — GROW ইনিশিয়েটিভের উন্মোচন করলো নীতি আয়োগ
3. ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) ‘র প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন — রঞ্জিত কুমার আগরওয়াল
4. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লীতে — APAAR: One Nation One Student ID Card ন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন করলেন
5. বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা লঞ্চ করল — দুবাই
6. আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর জানুয়ারি 2024 হলেন — Shamar Joseph (পুরুষ) এবং Amy Hunter (মহিলা)
7. সম্প্রতি ‘Water Warrior’ সম্মানে সম্মানিত হল — নয়ডা শহর
৪. ওড়িশার চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজের স্বীকৃতি পেল — গুপ্তেশ্বর জঙ্গল
9. উত্তরাখণ্ডে শুরু করা হল — ভারতের প্রথম আপাতকালীন হেলিকপ্টার পরিবহন ব্যবস্থা
10. IRCTC -এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন — সঞ্জয় কুমার জৈন