কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 22 ফেব্রুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 22 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. গোয়া সরকার এবং বিশ্ব ব্যাঙ্ক একযোগে লঞ্চ করতে চলেছে — ক্লাইমেট ফাইনান্স ফেসিলিটি

2. উত্তর ভারতের প্রথম Pizza ATM উদ্বোধন করা হল — চন্ডিগড়ে

3. জম্মু-কাশ্মীরে উচ্চ শিক্ষার জন্য মোট ৪৩,৮৭৫ কোটি টাকার এডুকেশনাল এবং ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট উদ্বোধন করলেন — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

4. রিনিউবেল এনার্জি প্রজেক্ট -এর জন্য একত্রে কাজ করার সিদ্ধান্ত নিল — IREDA এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

5. ICICI ব্যাঙ্কের নন এক্সিকিউটিভ পার্ট-টাইম চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন — প্রদীপ কুমার সিনহা

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

6. এবারের World Day of Social Justice দিবসের থিম ছিল — Bridging Gaps, Building Alliances

7. এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম ছিল — Multilanguage Education: A Pillar of Learning and Intergenerational Learning

8. পশ্চিমবঙ্গ সরকারের তরফে ট্যাক্স অর্থাৎ রাজস্ব আদায় করার অনুমোদন পেল — বন্ধন ব্যাঙ্ক

9. নারী সুরক্ষার জন্য নতুন — Umbrella যোজনা শুরু করল কেন্দ্রীয় সরকার

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles