প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 24 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. নতুন দিল্লিতে Raisina Dialogue এর নবম সংস্করণের উদ্বোধন করলেন — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
2. Pangong Frozen Lake Marathon 2024 সম্পূর্ণ করলেন — Bhagwan Singh এবং Mahesh Khurana
3. আন্তর্জাতিক গীতা মহোৎসব -এর পঞ্চম সংস্করণ আয়োজন করবে — শ্রীলঙ্কা
4. CleanMax এবং ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের মধ্যে — ২৫ বছরের জন্য পাওয়ার পারচেস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হল
5. DURGA-2 নামে লেজার অস্ত্র পরীক্ষা করবে — DRDO
6. অন্ধপ্রদেশ রাজ্যে — ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফেসিলিটি তৈরি করবে NTPC
7. প্রথম মহিলা হিসেবে GD Birla Award for Scientific Excellence পুরস্কার পেলেন — অধ্যাপক অদিতি সেন দে
8. Shanti Prayas IV — বহুরাষ্ট্রীয় মিলিটারি অনুশীলন শুরু হল নেপালে