কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 29 ফেব্রুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 29 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন — শচীন জৈইন

2. তামিলনাড়ুতে ইসরোর দ্বিতীয় স্পেসপোর্ট উদ্বোধন করলেন — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

3. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন — নিউজিল্যান্ডের বিখ্যাত পেশ বোলার Neil Wagner

4. বিশ্বের প্রথম বৈদিক ঘড়ির স্থাপনা করা হল — মধ্যপ্রদেশের উজ্জয়নীতে

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. পশু কল্যাণ স্বার্থে Vantara নামক ইনিসিয়েটিভ লঞ্চ করল — রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রিলায়েন্স ফাউন্ডেশন

6. দেশের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে — Mera Pehla Vote Desh Ke Liye ক্যাম্পেইন লঞ্চ করল কেন্দ্রীয় সরকা

7. Archery Asia Cup 2024 -এ ভারত মোট ১৪ টি মেডেল অর্জন করল — এরমধ্যে ৯ টি সোনা, ৪ টি রুপা এবং ১ টি ব্রোঞ্জ

8. NTPC -এর অপারেশন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন — রবীন্দ্র কুমার

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles