প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 8 মার্চ 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ওয়্যারহাউসিং লজিস্টিক ‘e-Kisan Upaj Nidhi’ লঞ্চ করলেন — কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল
2. ভারতের প্রথম সরকার নির্মিত OTT ‘CSpace’ লঞ্চ করল — কেরল সরকার
3. ন্যাশনাল নিউজ পার্লামেন্ট ২০২৪ -এ প্রথম পুরস্কার জিতলেন — যতীন ভাস্কর দুগ্গল
4. USGA -এর Bob Jones পুরস্কারে সম্মানিত করা হল — বিখ্যাত গল্প খেলোয়াড় টাইগার উডস কে
5. AI সেন্টার প্রতিস্থাপনের জন্য জোটবদ্ধ হল — কর্ণাটক সরকার এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
6. NATO Military Alliance জয়েন করল — সুইডেন
7. দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হিসাবে একটি টেস্ট সিরিজে ৭০০ রান অতিক্রম করলেন — যস্বশী জয়সওয়াল
8. ২০২৪-২৫ অর্থ বর্ষের জন্য পাটের সর্বাধিক সহায়ক মূল্য — ৫৩৩৫/- টাকা প্রতি কুইন্টাল নির্ধারণ করা হল
9. ১৪ তম ভারতীয় খেলোয়াড় হিসাবে ১০০ টি টেস্ট ম্যাচ খেললেন — রবিচন্দ্রন অশ্বিন